Connect with us
ক্রিকেট

কবে থেকে মাঠে দেখা যাবে তাসকিনকে? জানালো বিসিবি

Crifo Taskin
জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন তাসকিন।

আসন্ন বিশ্বকাপে তাসকিন আহমেদের খেলা নিয়ে আশঙ্কা ছিল। তবে সেই আশঙ্কাকে দূর করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড থেকে জানানো হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে।

গত জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪টি ম্যাচে খেলেছিলো তাসকিন আহমেদ। সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কিন্তু পঞ্চম ম্যাচের অনুশীলনের সময় চোটে পড়েন ডানহাতি পেসার। পেশিতে টান পড়ে তার। চোট কিছুটা বেশি হওয়ায় সন্দেহ ছিল বিশ্বকাপে তাসকিনকে পাওয়া নিয়ে।

পরীক্ষা নিরীক্ষা করে দেখে চোট মারাত্মক না হওয়ায় তাসকিনকে দলে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বিসিবি। তবে কবে নাগাদ এই গতি দানব মাঠে নামবে সে নিয়ে অনিশ্চয়তা ছিল। শুরু থেকে তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। এজন্য ব্যাক আপ প্লেয়ার হিসেবে রিজার্ভে পেসার হাসান মাহমুদকে নেওয়া হয়।

তবে সব সন্দেহ দূর হয়েছে শুক্রবার (২৪ মে)। ইনজুরিতে থাকা তাসকিনের সর্বশেষ তথ্য জানিয়াছে বিসিবি। বিবিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী , তাসকিন সুস্থ হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পাননি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন টাইগার পেসার।

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পর্দা উন্মোচন হবে। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলছে এবং প্রস্তুতি ম্যাচ খেলবে। পুরোপুরি সুস্থ না হয় প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে না ঢাকা এক্সপ্রেস। তবে দলের সাথেই আছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে আইসিসির ঘোষিত ৪১ জনের তালিকায় এক বাংলাদেশি

ক্রিফোস্পোর্টস/২৫মে২৪/এইচএ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট