Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি?

Kohli is not playing in the preparation match against Bangladesh!
বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি- সংগৃহীত

আর এক সপ্তাহ পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ সময় অনুযায়ী ২ জুন থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ জুন। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। একটি ম্যাচে শান্তদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং অপর ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটা কিছুটা বিশেষ হতে যাচ্ছে। কেননা এই ম্যাচ দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বকাপের জন্য নবনির্মিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। তবে এই ম্যাচে অনিশ্চিত ভারতের রান মেশিন বিরাট কোহলি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বিশ্বকাপে অংশ নিতে গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে ভারতীয় দলের প্রথম বহর। তবে এই যাত্রায় ছিলেন না কোহলি। আইপিএলের প্লে-অফে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর বর্তমানে ছুটিতে আছেন তিনি। ছুটি কাটিয়ে আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

তবে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন। যার ফলে এ ম্যাচে অনেকটা অনিশ্চিত কোহলি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। একই মাঠে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে নাজমুল শান্তর দল। তাই দুটো প্রস্তুতি ম্যাচই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: পিসিবি থেকে বড় প্রস্তাব পেয়েও রাজি হননি শাহীন আফ্রিদি 

ক্রিফোস্পোর্টস/২৬মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট