প্রতিটি বিশ্বকাপ আসরেই অনেক বড় স্বপ্ন নিয়ে খেলতে যায় বাংলাদেশ। তবে প্রতিবারই হতাশ করে টিম টাইগার্স। এবারও অনেক আশা নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে দলটি। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবে টাইগাররা তা দেখতে মুখিয়ে আছে দেশবাসী। দেশ ছাড়ার আগে আগে প্রতিটি ক্রিকেটারই বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা জানিয়ে গেছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ নামে একটি ধারাবাহিক তৈরি করেছে বিসিবি। আজ (সোমবার) রিশাদের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বিসিবির ফেসবুক পেজে ধারাবাহিকের নতুন পর্ব প্রকাশিত হয়েছে।
প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে আইসিসির মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন রিশাদ। এই লেগস্পিনারের লক্ষ্য এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকার করা, ‘এই বিশ্বকাপে নামের সঙ্গে আমি সর্বোচ্চ উইকেটশিকারি এটা দেখতে চাই। যেহেতু আমি মূলত একজন বোলার। পাশাপাশি অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে চাই।’
রিশাদ হোসেন একজন বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতেও আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। সাম্প্রতিক সময়ে ইনিংসের শেষদিকে নেমে ফিনিশিং রোলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ। বড় বড় শট খেলতেও পারদর্শী তিনি।
নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার। সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে। আমিও সবসময় বাউন্ডারির দিকে বেশি শট খেলার চেষ্টা করি। ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কে বল করছে সেটা নিয়ে আমি ভাবি না। আমি শুধু বল বিবেচনা করি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি।’
প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা। রিশাদ তার প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে দলের জন্য সর্বোচ্চটা দিতে চান, ‘সবার সারাজীবনের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।’
আরও পড়ুন: আইপিএল শেষে কে কত টাকার পুরস্কার পেলেন?
ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/বিটি