আর মাত্র তিনদিনের অপেক্ষা। এরপরই মাঠে শুরু হবে চার-ছয়ের ধুন্ধুমার আসর। ক্রিকেটের উল্লাসে মাতবে মার্কিন মুলুক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। প্রতিটা দল ঘোষণা ও প্রস্তুতিও সম্পন্ন। প্রকাশিত হয়েছে সকল দলের জার্সিও। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো কোন দলের জার্সি?
আগামী ২ জুন শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে প্রায় সব দলই এখন জড়ো হয়েছে আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রে। কেউ আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অংশ নেয়া ২০ দলের তিন শতাধিক ক্রিকেটারদের সাথে আছেন কোচিং প্যানেল। সাংবাদিক, ফটোগ্রাফার, ভক্তরা যারা ভিসা পেয়েছেন সবাই এখন মার্কিনমুখী দৌড় শুরু করেছেন।
সবার নজর এখন নতুন জার্সির দিকে। এবারের আসরে জার্সিতেও আছে নানা রঙ। কেউ নজর দিয়েছে ঐতিহ্য-সংস্কৃতিতে। কারো আবার পুরোনো স্টাইলে ফিরে যাওয়া। দেশের প্রতীকও ফুটিয়ে তুলেছে কেউ কেউ। চলুন দেশে আসি বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটা দলের জার্সি।
এ গ্রুপ থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে কানাডা, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। তাদের জার্সি আগে দেখে আসি…
কানাডার জার্সিতে রাখা হয়েছে পতাকার লাল আর হলুদ ম্যাপল পাতা। বেশ ছিমছাম জার্সির উন্মোচন করা হয়েছিল বেসবলের মাঠে।
আবারও ভারতের জার্সিতে ফিরেছে কমলা। তবে জার্সির কলারে ফুটিয়ে তোলা হয়েছে দেশের পতাকা। অনেকে আবার কমলা রঙকে রাজনৈতিক দৃষ্টিকোণে দেখলেও তেমন কথা ওঠেনি এ নিয়ে।
পৃথিবীর কোথাও গাঢ় সবুজ রঙের জার্সি মানেই ধরে নেবেন সেটা পাকিস্তানের। এবারও তাই। তবে এবারের আকর্ষণ কিছু ম্যাট্রিক্স ডিজাইন। সবুজের কয়েকটি ভিন্ন ভিন্ন শেডে জ্যামিতিক সেসব প্যাটার্ন আঁকা।
স্বাগতি যুক্তরাষ্ট্রের জার্সিতে রয়েছে গাঢ় নীলের আধিক্য। জাতীয় পতাকার মতোই পুরো জার্সিতে তারকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
এই গ্রুপের আরেক দল আয়ারল্যান্ড এখনো তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেনি। হয়তো নতুন কোনো আকর্ষণ রেখেছে তারা।
বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। তাদের জার্সির ডিজাইন কেমন হলো?
বিশ্বকাপের রং হলুদ। অস্ট্রেলিয়া এতোই শিরোপা জিতেছে যে এ কথা বলতেই হয়। কিন্তু এবার হলুদ নয়, অস্ট্রেলিয়া গাঢ় সবুজ জার্সিতে এবার বিশ্বকাপ খেলবে। তবে একবারেই বাদ যায়নি হলুদ, রাখা হয়েছে দুপাশে।
দুই চোখ সবচেয়ে বেশি আকর্ষণ করবে লালে রাঙানো ইংল্যান্ডের জার্সি।আনুষ্ঠানিকভাবে সামনে না আনলেও পাকিস্তানের বিপক্ষে এই জার্সিতেই খেলছে ইংলিশরা। কাঁধে রয়েছে হালকা নীলের ছোঁয়া।
নামিবিয়া বিশ্বকাপ খেলবে ভক্তদের থেকে বেছে নেয়া ডিজাইনের জার্সিতে। গাঢ় নীলের ওপর আবছা ভিন্ন কিছু রংয়ে এই ডিজাইন করা হয়েছে।
এবারের বিশ্বকাপে নিজেদের মূল রং থেকে সরে এসেছে স্কটল্যান্ড। ইউরোপের দেশটি এবারের আসরে নিজেদের জার্সিতে এনেছে গোলাপি রঙের আবহ। সেই সাথে আছে একাধিক প্যাটার্ন এবং শেড।
মুসলিম অধ্যুষিত দেশ ওমানের জার্সিতে রয়েছে লাল-সবুজের আধিক্য। মূলত দেশটির জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে এবারের জার্সি।
সি গ্রুপে খেলছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা। চলুন দেখে নিই তাদের বিশ্বকাপের পোশাক।
নিজেদের মানচিত্র এবং জাতীয় ঐতিহ্য সম্বলিত চিরায়ত নীল রঙের জার্সি প্রকাশ করেছে আফগানিস্তান। অনেকেই বলছেন এবারের আসরের সবচেয়ে দৃষ্টিনন্দন জার্সি আফগানদের।
এদিকে নিউজিল্যান্ড এবারের জার্সিতে কোনো বৈচিত্র্য আনেনি। শুধু নিজেদের পুরোনো ১৯৯৯ সালের জার্সির মতো ডিজাইনের জার্সি এনেছে। হালকা নীলের মাঝে সাদা অংশ, তাতে কালো অক্ষরে লেখা থাকছে নিউজিল্যান্ড।
রঙিন জাতি হিসেবে বেশ খ্যাতি পাওয়া পাপুয়া নিউগিনি এবারও চমক দেখিয়েছে। ঐতিহ্যবাহী লাল-কালোর মধ্যে চোখ ধাঁধানো জার্সিতে খেলবে পিএনজির ক্রিকেটাররা।
প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা নিজেদের জার্সিতে রেখেছে পুরোনো রং হলুদ। শুধু আসরকে সামনে রেখে দুই পাশে যোগ করেছে হালকা নকশা। তবে উগান্ডার দল ঘোষণায় ছিল ভীষণ চমক।
আয়ারল্যান্ডের মতো এখনো বিশ্বকাপের জার্সি উন্মোচন করেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এবার আসি বিশ্বকাপের শেষ গ্রুপ, ডি গ্রুপে। যেখানে রয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
চিরচেনা লাল-সবুজ জার্সিতেই খেলবে শান্তবাহিনী। সামনের সবুজের মাঝে আছে রয়েল বেঙ্গল টাইগারের ডোরাকাটা ছাপ। আর লাল অংশটাও বাঘের আদলেই করা। সোনালি ও হলুদের ছাপও রাখা হয়েছে কিছুটা।
বাংলাদেশের একটু দূরের দেশ নেপালের জার্সিতে ফুটে উঠেছে দেশটির অন্যগত গর্ব এভারেস্টের আবহ। জাতীয় প্রাণী গন্ডারের ছাপও রেখেছে দলটি।
নিউজিল্যান্ডের মতো ১৯৯৬ বিশ্বকাপের জার্সির নকশা করেছে নেদারল্যান্ডস। নিজেদের ঐতিহ্য ধরে রেখে এবারও কমলা রঙ পেয়েছে প্রাধান্য। কিন্তু কিছু রঙিন রেখা আর পায়ের কাছের ডিজাইন চোখে পড়বে সবার।
দক্ষিণ আফ্রিকার এবারের জার্সিতে হলুদ আর সবুজ মেশানো জয়েছে। বেশিরভাগ অংশ হলুদ, হাতে সবুজ রং আর কাঁধে দেশের পতাকা। প্রোটিয়াদের জার্সিটিও হতে পারে এবারের বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি।
বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা তাদের হালকা নীল রঙের জার্সিতেই খেলবে। সেই সঙ্গে নিজেদের ক্রিকেটের লোগোর মতো সিংহকে রাখা হয়েছে জার্সিতেও।
আগামী ২ জুন মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।
আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেনের ম্যাচসহ আজকের খেলা (২৯ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/২৯মে২৪/এজে