Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে দুঃসংবাদ উড়ে এলো সাকিবের কাছে

shakib al hasan
শীর্ষস্থান হাতছাড়া হয়েছে সাকিবের। ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে দাপুটের সঙ্গে লাল সবুজের পতাকা দীর্ঘ দিন ধরে মেলে রেখেছেন সাকিব আল হাসান। এই টাইগার ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার তকমা বহু বছর ধরে নিজের নামের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছেন। কখনো কখনো বিশ্বসেরার সিংহাসন থেকে নিচে নামলেও ফের ঘুরে দাঁড়িয়েছেন। সেই নিচে নামার মতোই বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয় আবার দুঃসংবাদ পেয়েছেন।

সাকিবের সিংহাসনে হানা দিয়েছেন ‘সিংহলে’র ক্রিকেটার। সাকিবকে সরিয়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন নাম্বার ওয়ান পজিশনে।

বুধবার (২৯ মে) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক—আইসিসি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে সাকিবের।

আরও পড়ুন:

» অবসরে যাচ্ছেন টেস্টে ৭০০ উইকেট নেওয়া ইংলিশ পেসার

»  মাদ্রিদ ফেভারিট কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড: রিভালদো

» সাফ মাতানো সাগরিকাকে সুখবর দিল বাফুফে

এতে দেখা গেছে, ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে নেমেছেন সাকিব। তাকে টপকে সেরা অলরাউন্ডার হিসেবে ওপরে উঠে এসেছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ব্যাটিং-বোলিংয়েও দুঃসংবাদ পেয়েছেন সাকিব

টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারানোর দিনে ব্যাটিং-বোলিংয়েও দুঃসংবাদ পেয়েছেন টাইগারদের সাবেক এই কাপ্তান। ব্যাটিংয়ে যৌথভাবে ৮২তম অবস্থানে আছেন তিনি। এছাড়া বোলিংয়েও এক ধাপ নিচে নেমে গেছেন—আছেন ৩১ নম্বরে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের মার্কিন মুলুকে টিম যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে সাকিব করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন মাত্র ১ উইকেট।

বিশ্ব ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকা দলটির বিপক্ষে সাকিবের সঙ্গে হাসেনি বাংলাদেশের ভাগ্যও। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে গিয়ে উল্টো সিরিজ হারে শান্ত-সাকিবরা। মুলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটে-বলে মলিন থাকায় সাকিবের কাছে আইসিসি থেকে দুঃসংবাদ উড়ে এসেছে। তবে বিশ্বকাপের মঞ্চে সাকিবের ব্যাট-বল হাসলে আবারও ফিরে পেতে পারেন সদ্য হারানো সিংহাসন।

আরও পড়ুন:

» বিশ্বকাপে কোন দলের জার্সি সবচেয়ে আকর্ষণীয় হলো?

» যে কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের শেষ টি-টোয়েন্টি সকাল ১০টায়

» বিশ্বকাপ বাছাই : দলে জায়গা হারালেন জিকো, আর কারা আছেন?

ক্রিফোস্পোর্টস/২৫মে২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট