Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে প্রথম পছন্দের জার্সি নিয়ে খেলতে পারছে না উগান্ডা

Uganda cannot play with the first choice jersey in the World Cup
উগান্ডার বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন আনা হয়েছে। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়েকে পেছনে ফেলে নামিবিয়ার সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। তবে প্রথম বিশ্বকাপের স্বাদ নেয়ার আগেই জার্সি বিতর্কে পড়ল দলটি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম পছন্দের জার্সি নিয়ে খেলতে পারবে না উগান্ডা।

বিশ্বকাপ জার্সি ডিজাইনের জন্য গত ফেব্রুয়ারিতে একটি প্রতিযোগিতার আয়োজন করে উগান্ডার ক্রিকেট বোর্ড। সেখানে প্রথমস্থান লাভ করা একটি ডিজাইন নিয়ে জার্সি বানানো হয়। তবে সে জার্সি নিয়ে আপত্তি জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে নিজেদের প্রথম পছন্দের জার্সি পড়ে খেলতে পারছে না তারা।

মূলত প্রথম যে ডিজাইন ব্যবহার করা হয়েছিল সে জার্সির হাতায় উগান্ডার জাতীয় পাখি সারসের পালকযুক্ত প্যাটার্ন আকা ছিল। তবে ওসব প্যাটার্নের কারণে হাতায় থাকা স্পন্সরের লোগো অস্পষ্ট হয়ে যায়। আর এ কারণেই এই ডিজাইন নিয়ে আপত্তি জানায় আইসিসি।

আইসিসির আপত্তি থাকায় ডিজাইনে পরিবর্তন আনে উগান্ডা। স্পন্সরের লোগো দৃশ্যমান করতে পালকের প্যাটার্নগুলো ছোট করে দেওয়া হয়। পরবর্তীতে এ বিষয়টি সামনে এলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে দেশটির ক্রিকেট ভক্তরা।

এ প্রসঙ্গে উগান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি দেনিশ বলেন, ‘আইসিসি ডিজাইনে কিছুটা পরিবর্তন আনতে বলেছিল। কিন্তু পরিবর্তন আনার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না। আমরা মূল ডিজাইন থেকে শুধু ২০ ভাগের মতো হারিয়েছি, তবে ডিজাইনের বাকিটুকুতে কোনো পরিবর্তন আনা হয়নি।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে রয়েছে উগান্ডা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। আগামী ৬ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া দলটি।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়ান কোচকে নিয়োগ দিল বিসিবি 

বাংলাদেশের নারীদের জালে এক হালি গোল দিলো চাইনিজ তাইপে

ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট