Connect with us
ফুটবল

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার, ইনজুরি কতটা গুরুতর?

নেইমার ইনজুরি

ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ইনজুরির ফলে গত মৌসুমের অধিকাংশ ম্যাচ মিস করেন তিনি। শুধু তাই নয়, কাতার বিশ্বকাপেও পড়েছিলেন ইনজুরিতে। তখন মিস করেন গ্রুপ পর্বের দুটি ম্যাচ।

রবিবার আবারও ইনজুরির কবলে পড়লেন নেইমার। এদিন লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান পিএসজির এই স্ট্রাইকার।

ইনজুরিতে মাঠ ছাড়ার আগে একটি গোল এবং অ্যাসিস্টও করেছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে (৪৯ মিনিটে) লিলির ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। তখন মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এর ফলে ধারণা করা হচ্ছে বেশ কিছু ম্যাচের জন্যই ছিটকে যেতে পারেন এই তারকা ফুটবলার।

এদিকে কতো দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে এ নিয়ে এখনও স্পষ্ট তথ্য জানা যায়নি। ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানান, নেইমারের গোড়ালি মচকে গেছে। কত দিনের মধ্যে তিনি সুস্থ হবেন তা এখনেও জানা যাচ্ছে না। এখন তার পরীক্ষা চলছে।

ফুটবলের জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো পিএসজির বরাতে জানান, এমআরআই পরীক্ষায় জানা গেছে, নেইমারের কোনো ফ্র্যাকচার হয়নি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে আবারও লিগামেন্টগুলির পরীক্ষা করা হবে।

তবে দুসপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে তার দল। এই ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

আরও পড়ুন: ওমরাহ পালন করছেন ‘ভায়রা ভাই’ রিয়াদ-মুশফিক

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল