ভারতীয় ক্রিকেটের রূপরেখা অনেক পরিবর্তন হয়েছে। দেশটির অন্যতম সফল এক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দায়িত্ব পালন করেছেন বোর্ডের প্রধান হিসেবেও। তার সময়ের সেরা ব্যাটার রাহুল দ্রাবিড় এখন ভারতের কোচ। কিন্তু বিশ্বকাপের পর আর কোচ থাকবেন না দ্রাবিড়। দেখা যাবে নতুন কাউকে। আর এই কোচ বদলানো নিয়ে আক্ষেপ ও রহস্য সৃষ্টি হয়েছে গাঙ্গুলীর এক বার্তায়।
ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই একই সঙ্গে করেছেন সৌরভ আর দ্রাবিড়। একই সঙ্গে টেস্ট অভিষেক দুজনের। দীর্ঘদিন খেলেছেন এক সঙ্গেও। সৌরভ যখন বোর্ড প্রেসিডেন্ট, তখন কোচ হলেন দ্রাবিড়। এখন সৌরভ আর প্রেসিডেন্ট নন, তাই কোচের পদও যাচ্ছে বদলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রাহুল।
এদিকে নতুন কোচ নিয়োগের আয়োজন শুরু করেছে ভারতীয় বোর্ড। গুঞ্জন উঠেছে আইপিএলের সদ্য চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর হচ্ছেন ভারতের কোচ। আর এই গুঞ্জনের মধ্যে রহস্যময় বার্তা দিয়েছেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান চিন্তাভাবনা করে বেছে নেবেন।’
সৌরভ তার বার্তায় কারো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন, বর্তমানে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকা গম্ভীরকে বেছে নেওয়ার আগে বিসিসিআইকে একপ্রকার সতর্কবাণী দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। গম্ভীরের সঙ্গে সৌরভের অতীত ইতিহাস বলছে ভারতের কোচ হিসেবে এই মেন্টরকে আদর্শ মনে করেন না তিনি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ : হাতছানি দিচ্ছে যত রেকর্ড
ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এজে