Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ভালো হলো না বাংলাদেশের

Bangladesh vs India
বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করেছে ভারতীয় ব্যাটাররা। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টিম বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই ম্যাচটি বড় ব্যবধানে হেরে গেছে সাকিব-শান্তরা। ভারতের ১৮৩ রানের সামনে বাংলাদেশ থামে ১২২ রানে। আর এতে ৬০ রানের হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারে বাংলাদেশ।

নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়ায় ম্যাচটি। টস জিতে এদিন আগে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

এদিন বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করেছে ভারতীয় ব্যাটাররা। শরিফুল-মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ১৮২ রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে দেয় ম্যান ইন ব্লুরা। মূলত সাকিব-তানভীরের বল হাত খুলে খেলেছেন রিষাভ পান্ত–হার্দিক পান্ডিয়ারা।

জবাবে দলের ১০ রান তুলতেই নেই তিন উইকেট! টিম ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যে ঠিক কি লেখা আছে তা স্পষ্ট হয়ে যাত তখনই।

তানজিদ তামিম ও তাওহীদ হৃদয় হাল ধরে দলীয় স্কোর ৫০ রানের আগেই ফিরে গেলে বাংলাদেশের ১০০ রান পার করা নিয়েই দেখা দেয় শঙ্কা। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা করেছেন খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার।

আরও পড়ুন : 

সাকিবদের অসহায় বোলিং, রিশভ-হার্দিকের ঝড়ো ব্যাটিং

আন্তর্জাতিক কাবাডি: সেমিফাইনালে বাংলাদেশের সামনে কারা?

দুজনের ৭৫ রানের জুটিতে দলের তখন ১১৬। সাকিব যখন আউট হন তখনও খেলা বাকি ৮ বল। শেষে বাংলাদেশের ইনিংস থেমেছে ১২২ রানে। ৬০ রানের বড় হার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে টিম বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত : ১৮২/৫ (২০)
বাংলাদেশ : ১২২/১০ (২০)
ফলাফল: ৬০ রানে জয়ী ভারত।

ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট