টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে আর ২৪ ঘন্টারও কম সময় বাকি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র খেলবে কানাডার বিপক্ষে। যদিও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে পরবর্তীতে আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরুর পূর্বে গায়ানায়।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে টেক্সাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এরপর টেক্সাস থেকে প্রায় ৩ হাজার ২৩৯ মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনি।
ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির ম্যাচ শুরুর পূর্বে গায়ানায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে খুলে দেয়া হবে স্টেডিয়ামের মূল ফটক। তারপর খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানটি।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে কারা?
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হবে নাকি সাদামাটা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি তবে অনুষ্ঠানের পোস্টার দেখে জানা যায় কারা এই অনুষ্ঠানে পার ফোন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক ডিজে পারফর্ম করবেন, যাদের মধ্যে থাকছে ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। এছাড়া আইসিসি.টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচের আগে কেন ভারতের অসন্তোষ?
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস