ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের তালিকা করলে ওপরের দিকেই থাকবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নাম। প্রতিনিয়ত রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় মেতে আছেন তিনি। বিশ্বের যে প্রান্তে যাচ্ছেন করছেন একের পর এক কীর্তি। মেজর লিগ সকারে (এমএলএস) আরও এক রেকর্ডে নিজের নাম লেখালেন লিওনেল মেসি।
আজ রোববার বাংলাদেশ সময় ভোরে চেজ স্টেডিয়ামে এমএলএসে সেন্ট লুইস সিটির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এদিন মায়ামের হয়ে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। আর এতে করে নতুন আরেক রেকর্ড করেছেন তিনি। এমএলএসের কোন মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে প্রথম ২৫ গোলে অবদান রেখেছেন মেসি।
চলতি মৌসুমে প্রথম ১২ ম্যাচে এখন পর্যন্ত লিওনেল মেসি গোল করেছেন সমান ১২ টি। পাশাপাশি গোল করতে সতীর্থদের সহায়তা করেছেন ১৩ বার। মাত্র ১২ ম্যাচে ২৫ গোলে অবদান এর আগে রাখতে পারেনি মেজর লীগ সরকারের অন্য কোন খেলোয়াড়।
এর আগে দ্রুততম সময়ের মধ্যে ২৫ হলে অবদান রাখার রেকর্ডটি ছিল কার্লোস ভেলার দখলে। এই কীর্তি করতে ২০১৯ সালে তিনি খেলেছিলেন সেই মৌসুমের প্রথম ১৬ ম্যাচ। এবার দীর্ঘ পাঁচ বছর পর মেক্সিকান ফুটবলার কার্লোস ভেলার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন বিশ্বকাপ জয়ী মেসি।
অবশ্য মেসির রেকর্ড গড়ার দিনও জিততে পারেনি ইন্টার মায়ামি। গোলবন্যার ম্যাচে সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবুও চলতি আসরে ১৮ ম্যাচে ১০ জয়, ৫ ড্র ও ৩ পরাজয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলল ১০ দেশের ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এফএএস