২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার (২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা। এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর তাতেই আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই বাংলাদেশি।
ফিল্ড আম্পায়ার হিসেবে এটি ছিল শরফুদ্দৌলার ৫০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এমনকি বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনিই প্রথম এমন কীর্তি গড়লেন।
অনেকদিন ধরেই আলোচনায় রয়েছেন শরফুদ্দৌলা। গত মার্সে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিজ্ঞ।
২০১০ সালে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন শরফুদ্দৌলা। এরপর নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে এক বিশ্বমানের আম্পায়ার হিসেবে নিজেকে গড়ে তোলেন। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি টেস্ট, ১০০টি ওয়ানডে ও ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শরফুদ্দৌলা। গত ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া মেয়েদের বিশ্বকাপ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে এই বাংলাদেশি এলিট প্যানেলের আম্পায়ারের।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলল ১০ দেশের ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/বিটি