বিশ্বকাপ মিশন শুরুর আগে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ। দুশ্চিন্তার অবশ্য বেশ কারণও রয়েছেন। গত কয়েকদিন ধরেই বাইশ গজে যাচ্ছেতাই খেলছে টাইগাররা। বিশেষ করে জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে হারার পর স্বস্তিতে নেই নাজমুল হোসেন শান্তর দল। তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি লাল-সবুজের দল।
বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্স আসলে কীসের ইঙ্গিত দেয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো আরো একটি ব্যর্থ টুর্নামেন্ট পার করবে শান্ত-সাকিবরা? এমন প্রশ্ন ভক্তদের মনে জাগতেই পারে। তবে সকল ব্যর্থতা কাটিয়ে বিশ্বকাপের মূল পর্বে ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশাল হারের পর কথা বলেন শান্ত। আশ্বাস দেন মূল পর্বে ভালো কিছু করার, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। বোলাররা ভালো করেছে। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল পর্বে বিশেষ কিছু করবো।’
গত কয়েকদিনে যা হয়েছেন সেটা নিয়ে ভাবছেন না শান্ত। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, আগে কী হয়েছে, সেসব নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা সবাই জানি আমাদের ভালো করার সামর্থ্য রয়েছে। আমরা সাহসী ক্রিকেট খেলে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’
রোববার (২ জুন) যুক্তরাষ্ট-কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের নবম আসর। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।
আরও পড়ুন:
লিটন-শান্ত-সৌম্যের ফর্ম নিয়ে যা বললেন পাপন
পাকিস্তান বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি করার আশ্বাস!
ক্রিফোস্পোর্টস/২জুন২৪/বিটি