বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে আজ (সোমবার) নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। পাশাপাশি চারবারই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকেরা।
এদিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশকে খুব একটা চ্যালেঞ্জ ছুড়তে পারেনি নেপাল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকেরা। প্রথমার্ধে ১ লোনাসহ ২৪-১০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল। ম্যাচের শেষদিকে এসে বাংলাদেশ একবার অলআউট হলে তখন পয়েন্ট দাঁড়ায় ৪৩-২৮। তবে শেষ পর্যন্ত ৪৫-৩১ পয়েন্টে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আব্দুল জলিলের শিষ্যরা।
এর আগে টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার নেপালকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হলো দলটি।
এর আগে ২০২১ সালে প্রথম আসরে কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। এরপর ২০২২ সালের ফাইনালেও কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল। ২০২৩ আসরে চাইনিজ তাইপেকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।
গত রোববার (২৬ মে) ১২ দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। এই আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। যেখানে এশিয়া মহাদেশ থেকে স্বাগতিক বাংলাদেশসহ জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,, নেপাল ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছে। আর আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং ইউরোপ মহাদেশ থেকে একমাত্র দেশ হিসেবে পোল্যান্ড অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন:
কোপার আগে নতুন করে সুখবর পেল আর্জেন্টিনা
‘কখনো ভাবিনি আমেরিকায় এসে ক্রিকেট খেলবো’
ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/বিটি