Connect with us
ক্রিকেট

তাসকিনকে নিয়ে সুখবর, দেখা যেতে পারে শ্রীলঙ্কা ম্যাচে!

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

গেল মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ দলে থাকলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজে খেলতে পারেননি তিনি। এছাড়া সম্পূর্ণ ফিট না হওয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচেও দেখা যায়নি তাকে। শঙ্কা ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাওয়া নিয়েও।

তবে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলামের বক্তব্যে স্বস্তি পেতে পারে টাইগার ভক্তরা। তাসকিন আহমেদের দ্রুত সেরে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সব চলতে থাকলে শ্রীলঙ্কা ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন এই বাহাতি পেসার। তাই তাকে পাওয়া যেতে পারে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই।

গতকাল সোমবার বায়েজেদুল ইসলামের গণমাধ্যমকে জানান, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল। তবে বৃষ্টির কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা আছে। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি। গতকাল আউটডোরে ফুল রিদমে বোলিং করার কথা থাকলেও বৃষ্টির কারণে করতে হয়েছে ইনডোরে। পরিকল্পনা অনুযায়ী ৫ জুন আরেকটি বোলিং সেশনের পর সম্পূর্ণভাবে তাসকিনের থাকার বিষয়টি নিশ্চিত করা যাবে বলেও জানান ফিজিও। 

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পান তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় লাগবে। এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার শরিফুলকে পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা ক্ষীণ বলে তিনি জানান, ‘এ ধরনের সেলাইয়ে সাত থেকে দশ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ’

আরও পড়ুন: এমবাপ্পের স্বপ্নপূরণ, কী বললেন রোনালদো?

ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট