ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হতে এখনও বাকি অনেকটা সময়। তার আগে দলে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপ ও সতীর্থদের নিয়ে ভাবনার কথা ভিডিও আকারে প্রকাশ করছে বিসিবি।
সেই ধারাবাহিকতায় আজ দ্য রেড গ্রীন স্টোরি সিরিজে নিজের ভাবনার কথা জানিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। এদিকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি। এতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবুও বিসিবির প্রকাশিত ভিডিওতে হাস্যজ্জ্বল দেখা যায় তাকে।
বিশ্বকাপ খেলতে পারা একটা ক্রিকেটারের জন্য বিশেষ কিছু উল্লেখ করে শরিফুল বলেন, ‘বিশ্বকাপ খেলার প্রতিটা খেলোয়াড়ের জন্য বিশেষ, সেটা যে কোন খেলায় হোক না কেন। যেহেতু বিশ্বকাপের সময় সকল ক্রিকেট অনুরাগীদের ফোকাস থাকে এই টুর্নামেন্টে, তাই এখানে খেলতে পারাটা অন্যরকম একটা অনুভূতির।’
দলের মধ্যে সিনিয়র জুনিয়র প্রসঙ্গে শরিফুল বলেন, ‘সিনিয়র জুনিয়র বিষয়টি খুব কম মাথায় আসে, মনে হয় যেন ফ্যামিলি। যেমন রিয়াদ ভাই সবার সঙ্গে সবচেয়ে ভালো মিশে। মনেই হয় না উনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়। পুরো দলকে চাঙ্গা করে রাখেন। মনে হয় যে অনেক দিন ধরে আমরা একসঙ্গে জাতীয় দলে খেলছি।’
টাইগার অধিনায়ক শান্তর প্রসঙ্গে শরিফুল জানান, ‘অনেক ভালো (শান্ত)। ফ্রিডম দেয়, খুব ফ্রেন্ডলি আচরণ। আর সবাই তাকে খুব পছন্দ করে। দলে যে কেউ কিছু বললে সে খুব গুরুত্ব সহকারে দেখেন; যা সব অধিনায়কই করে। তবে শান্ত ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে একসাথে খেলছি, আচরণ আর সব কিছুই ভালো।’
তাছাড়া তাসকিন-মোস্তাফিজদের সঙ্গে একই দলে খেলতে পারার বিষয়টাকে স্বপ্নপূরণের মতো ভাবছেন তিনি, ‘জাতীয় দল, বিপিএল, ডিপিএলে তাসকিন ভাইয়ের সঙ্গে খেলেছি, মোস্তাফিজ ভাইয়ার সঙ্গে খেলা হয়। যখন ছোট ছিলাম, ভাবতাম কবে তাদের সঙ্গে খেলব। এখন একই দলে খেলা হয়, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে।’
এদিকে আসরে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। হাতে ছয় সেলাই পরা শরিফুলকে সেই ম্যাচে পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম জানান, ‘আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
আরও পড়ুন:
বিউটিফুল ক্রিকেট, বিশ্বকাপে যে ছবি নিয়ে আলোচনা
হেডিংলির মহাকাব্যে মুগ্ধতার নায়ক ‘বিগ বেন’ স্টোকস
ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এফএএস