পরনে জুব্বা, হাতে তলোয়ার রোনালদোর: সৌদি আরবে নিজেকে ভালোভাবেই খাপ-খাইয়ে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির প্রতিষ্ঠা দিবসে পরনে জুব্বা ও হাতে তলোয়ার নিয়ে দিনটি উপভোগ করেছেন সিআর সেভেন খ্যাত এই ফুটবলার।
গেল ডিসেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির আল নাসের পাড়ি জমিয়েছেন রোনালদো।
সৌদির এই ক্লাবে চালিয়ে যাচ্ছেন ফুটবল ক্যারিয়ারের শেষ সময়। সেই সঙ্গে আরব্য সংস্কৃতিতেও মেতে উঠেছেন রোনালদো।
গত তিন বছর যাবৎ ২২ ফেব্রুয়ারিতে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই উপলক্ষ্যে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। নিজস্ব সংস্কৃতিতে উৎসবমুখর পরিবেশে ছুটির দিন উপভোগ করছেন দেশটির জনগণ। তাদের সঙ্গ দিলেন খোদ রোনালদোও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় নেভি ব্লু ও সোনালি প্রিন্টের ঐতিহ্যবাহী দাগলাহও পরেন রোনালদো। তার হাতে রয়েছে তলোয়ার। আর কাঁধে বহন করছেন সৌদি আরবের জাতীয় পতাকা।
নতুন এই অভিজ্ঞতা শেয়ার করে টুইটারে রোনালদো জানান, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের অনেক শুভেচ্ছা। আল নাসেরে এই উদযাপনে থাকতে পারার অভিজ্ঞতা ছিল খুবই বিশেষ।’
আরও পড়ুন: সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্য নিয়ে যা বললেন হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি/এমএম