টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজের হারানো সিংহাসন ফের পুনরুদ্ধার করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডের পর গত সপ্তাহে শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান হারাতে হয়েছিল তাকে। তবে সপ্তাহ না পেরোতেই ফের নিজের সিংহাসন বুঝে পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপের আগেই সাকিবের সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন হাসারাঙ্গা। আর গেল সপ্তাহে তো সাকিবকে দুইয়ে ঠেলে এককভাবে শীর্ষস্থান দখলে নেন এই লঙ্কান অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় হাসারাঙ্গাকে আবারও দুইয়ে নেমে যেতে হয়েছে। ফলে বিশ্বকাপে এখনো মাঠে না নেমেও তালিকার শীর্ষে উঠে গেছেন সাকিব।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। আর ২২২ পয়েন্ট নিয়ে হাসারাঙ্গার অবস্থান তালিকার দুইয়ে। তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি ও চারে পাকিস্থানি বংশদ্ভূত জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। নবি ও রাজার পয়েন্ট পর্যায়ক্রমে ২১২ ও ২১০।
আরো পড়ুন : এলপিএলে নতুন নামে মুস্তাফিজের দল, কাটল অনিশ্চয়তা
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের কাছে বড় ধরনের হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। দলের মত হাসারাঙ্গাও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন যদিও বল হাতে ছিলেন দুর্দান্ত। বল হাতে ২২ রান খরচ করে ২ উইকেট শিকার করেন লঙ্কান অলরাউন্ডার। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় দুইয়ে নেমে যেতে হয়েছে তাকে।
অপরদিকে বাংলাদেশের এখনো বিশ্বকাপ মিশন শুরুই হয়নি। আগামী শনিবার (০৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে নামবে টাইগাররা। এর আগে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব।
টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ –
১. সাকিব আল হাসান (২২৩ রেটিং পয়েন্ট)
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২২ রেটিং পয়েন্ট)
৩. মোহাম্মদ নবি (২১২ রেটিং পয়েন্ট)
৪. সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট)
৫. মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং পয়েন্ট)
ক্রিফোস্পোর্টস/০৫জুন২৪/এমএস