আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর ঠিক আগে মুহুর্তে হঠাৎ ক্রিকেটপ্রেমী ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছেন বাংলাদেশি ওপেনার রনি তালুকদার। তবে খেলা দিয়ে নয়, বিশ্বকাপ ম্যাচের দিন দুয়েক আগে হঠাৎ তার যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দেওয়া নিয়ে নতুন করে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
অনেকের মনেই প্রশ্ন, হঠাৎ এমন সময়ে রনি তালুকদারের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কারণ কি। মনে প্রশ্ন জাগাটাও অমূলক নয় টাইগার টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা দেখার পর। লিটন, সৌম্য, শান্ত – সবাই যেন ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন। তাই অনেকেই ভেবে নিয়েছিল, বিসিবির সিদ্ধান্ত মোতাবেকই দলের সঙ্গে যোগ দিতে হয়তো রনির মার্কিন মুল্লুকে পাড়ি দেওয়া। বিষয়টি আসলে মোটেই এমন কিছু নয়।
এই ব্যাপারে রনি নিজেই পরিষ্কার করে জানিয়েছেন। দেশের এক গণমাধ্যমকে নিজের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে রনি জানান – তার এখন যুক্তরাষ্ট্রে যাওয়াটা একান্তই ব্যক্তিগত কাজে, এর বেশি কিছু না। পাশাপাশি সময় পেলে মাঠে বসে টাইগারদের সমর্থন দেওয়ার ইচ্ছার বিষয়টিও প্রকাশ করেন এই ডান হাতি ওপেনার।
আরো পড়ুন : হাসারাঙ্গার কাছে হারানো জায়গা ফিরে পেলেন সাকিব আল হাসান
উল্লেখ্য, গত ২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠলেও বাংলাদেশের এখনো বিশ্বকাপ যাত্রা শুরু হয়নি। আগামী ০৮ জুন (শনিবার) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত-সাকিবরা। কিন্তু প্রস্তুতি ম্যাচে বাম হাতের তর্জনীতে চোট পাওয়ায় সে ম্যাচে খেলা হবে না পেসার শরিফুল ইসলামের।
ক্রিফোস্পোর্টস/০৫জুন২৪/এমএস