প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরে অংশ নিয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার (৪ জুন) নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় ক্রিকেট সারসরা। যদিও এই ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে তারা। তবে হার-জিতের চেয়ে তাদের কাছে অংশগ্রহণটাই অনেক বেশি মর্যাদার।
সেদিন ম্যাচ শেষে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে মাঠেই আড্ডায় মেতে ওঠেন উগান্ডার কয়েকজন ক্রিকেটার। সেসময় পুরোনো স্মৃতি মনে করিয়ে নবীকে একটি জার্সি উপহার দেন উগান্ডার অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুবুগা।
ফ্র্যাঙ্ক এনুসুবুগা এবং মোহাম্মদ নবী ২০০৯ সালে আর্জেন্টিনায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগে একসঙ্গে খেলেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো দেখা হলো এই দুই অলরাউন্ডারের।
তাদের এমন সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশটির ক্রিকেট বোর্ড। ক্যাপশনে লিখেছে, কিংবদন্তি কর্নার। ফ্রাঙ্ক এনসুবুগা এবং মোহাম্মদ নবী ২০০৯ সালে আর্জেন্টিনায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগে একসঙ্গে খেলেছিলেন। ফ্রাঙ্কো পুরোনো সময়ের স্মৃতিচারণ করে নবীকে ক্রিকেট উগান্ডার একটি রেপ্লিকা জার্সি উপহার দেন।’
গতকাল উগান্ডার বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় দলটি। বিশ্বকাপ যাত্রা আশানুরূপ না হলেও পরবর্তী ম্যাচে পাপুয়া নিউগিনির সঙ্গে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ক্রিকেট সারসদের।
আরও পড়ুন: হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পথে রনি, কারণ জানালেন নিজেই
ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/বিটি