Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

T20 World Cup 2024_India vs Ireland
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভযাত্রা করল ভারত। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড। তবে প্রথমবারের মতো এবারও ৮ উইকেটের পরাজয় বরণ করেছে আইরিশরা। সহজ জয় দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভযাত্রা করল ভারত।

বুধবার (৫ জুন) আসরের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় ভারত। নিউ ইউর্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে তিন অঙ্কের ঘরও ছুতে পারেনি পল স্টার্লিংয়ের দল। হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহদের বোলিং দাপটে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আইরিশরা।

দলের হয়ে ১৪ বলে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। এছাড়া ১৪ রান করেন জশুয়া লিটল। ভারতের হয়ে ৩ ওভারে ১ মেডেন ও ৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪ ওভার ১ মেডেন ও ২৭ রান দিয়ে ৩টি ও আর্শদীপ সিং চার ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানের মাথায় বিরাট কোহলিকে হারায় ভারত। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি কোহলির। ৫ বলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। পরবর্তীতে রোহিত শর্মা ও ঋষভ পন্তের জুটিতে জয়ের লক্ষ্যে এগোতে থাকে ভারত।

শেষ পর্যন্ত ১২.২ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রোহিতরা। দলের হয়ে রোহিত শর্মা ৩৭ বলে ৫২ এবং ঋষভ পন্ত ২৬ বলে ৩৬ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে মার্ক আডায়ার ও বেন হোয়াইট ১টি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন:

রিয়াদ বলছেন, শান্তকে সময় দিলে অধিনায়ক হিসেবে ভালো করবে 

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচসহ আজকের খেলা (৬ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট