শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ সময় শনিবার ভোরে মাঠে গড়াবে ম্যাচটি। আজ (৭ জুন) একটি ম্যাচ থাকলেও পরদিন ভোরে দুটিসহ মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবলে রয়েছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এছাড়া টেনিসে চলছে ফ্রেঞ্চ ওপেন।
এক নজরে টেলিভিশনের পর্দা ও ডিজিটাল মাধ্যমে আজকের খেলা :
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
কানাডা বনাম আয়ারল্যান্ড,
রাত ৮.৩০ মিনিট,
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান
শনিবার ভোর ৫.৩০ মিনিট,
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা,
শনিবার সকাল ৬.৩০ মিনিট,
—ম্যাচ তিনটি সরাসরি দেখাবে নাগরিক টিভি, স্টার স্পোর্টস-১, ২ ও ৩।
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
চেক প্রজাতন্ত্র বনাম মালটা,
রাত ৯টা ৩০ মিনিট,
ইংল্যান্ড বনাম আইসল্যান্ড,
রাত ১২টা ৪৫ মিনিট,
—ম্যাচ দুটি সরাসরি দেখাবে সনি টেন-১।
টেনিস
ফ্রেঞ্চ ওপেন
বিকেল ৩টা থেকে শুরু,
সরাসরি দেখাবে সনি টেন-২ ও ৩।
আরও পড়ুন:
নিজেদের ‘মায়ের দোয়া টিম’ বলে সাকিবের রসিকতা
ইউরো ২০২৪: যে ১০টি নান্দনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা
ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/এফএএস