চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন কি না সেটা এখনও নিশ্চিত করেননি। ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই মারকুটে ব্যাটার। তাই ধারণা করা হচ্ছে, এটাই হয়তো ওয়ার্নারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।
সে যাই হোক, আজ ওমানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার ম্যাচেই অনন্য এক কীর্তি গড়েছেন ওয়ার্নার। ওমানের বিপক্ষে খেলেছেন ৫১ বলে ৫৫ রানের কার্যকরী এক ইনিংস। আর এই ইনিংসের মধ্য দিয়েই এক সময়ের সতীর্থ অ্যারন ফিঞ্চকে টপকে বর্তমানে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন বাঁ হাতি এই ওপেনার।
বর্তমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ২০ ওভারের খেলায় ওয়ার্নারের রান ৩ হাজার ১৫৫। আর এতদিন তালিকার এক নম্বরে থাকার পর দুইয়ে নেমে যাওয়া অ্যারন ফিঞ্চের রান ১০৩ ইনিংসে ৩ হাজার ১২০।
আরো পড়ুন : পাকিস্তান দলের সঙ্গে ডলারের বিনিময়ে নৈশভোজে ভক্তরা
আজ বৃহস্পতিবার (০৬ জুন) ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। বার্বাডোজের ব্রিজটাউনে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৬ রানের ইনিংস খেলার সময়ই অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়েন বাঁ হাতি ওপেনার। যদিও ম্যাচে ইতিহাস রচনা করতে ওয়ার্নারের দরকার ছিল মোটে ২২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪ তম ম্যাচ খেলতে নেমে এই কীর্তি গড়লেন এই মারকুটে ব্যাটার।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের এই তালিকায় ওয়ার্নার, ফিঞ্চের পর তিনে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টির বিধ্বংসী এই মিডল অর্ডার ব্যাটার ৯৯ ইনিংসে ২ হাজার ৪৬৮ রান করেছেন। আর তালিকার চারে আছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। ৫৬ ইনিংসে ব্যাট করে তার মোট রান ১ হাজার ৪৬২।
ওয়ার্নারের কীর্তির দিনে জয় দিয়েই বিশ্বকাপ আসর শুরু করেছে তার দল অস্ট্রেলিয়া। আইসিসির সহযোগী দেশ ওমানকে তারা হারিয়েছে ৩৯ রানে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৬৪ রান করা অজিদের বিপক্ষে ২০ ওভারে ১২৫ রান তুলতে সক্ষম হয় ওমান।
ক্রিফোস্পোর্টস/০৬জুন২৪/এমএস