আগামী ১৪ থেকে শুরু হবে ২০২৪ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো ২০২৪। যা এই টুর্নামেন্টের ১৭তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে ইউরোপের ২৪টি দল অংশগ্রহণ করবে। চার বছর পর পর আয়োজিত হয় এই টুর্নামেন্ট যার বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। এবার এর আয়জক দেশ জার্মানি। দেশটির ১০টি শহরের ১০টি নান্দনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু আলিয়াঁজ এ্যারেনা, বরুশিয়া ডর্টমুন্ডের হোম ভেন্যু ওয়েস্টফলেনস্টেডিয়নের মতো বড় বড় স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এবার একনজরে ২০২৪ ইউরোর ১০ স্টেডিয়াম দেখে নেওয়া যাক।
মিউনিখ :
মূল নাম : আলিয়াঁজ এ্যারেনা
ইউরোতে ধারণ ক্ষমতা : ৬৬,০০০
উদ্বোধন : মে ২০০৫
ডর্টমুন্ড :
মূল নাম : ওয়েস্টফলেনস্টেডিয়ন বা সিগনাল ইদুনা পার্ক
ইউরো ধারণ ক্ষমতা : ৬২,০০০
উদ্বোধন : এপ্রিল ১৯৭৪, সংষ্কার ১৯৯২, ১৯৯৯, ২০০৩, ২০০৬
স্টুটগার্ট :
মূল নাম : নেকারস্টেডিয়ন
ইউরো ধারণ ক্ষমতা : ৫১,০০০
উদ্বোধন : জুলাই ১৯৩৩, সংষ্কার ১৯৫১, ১৯৯৩, ২০০৪, ২০১১, ২০২৪
হামবুর্গ :
মূল নাম : ভোক্সপার্কস্টেডিয়ন
ইউরো ধারণ ক্ষমতা : ৪৯,০০০
উদ্বোধন : জুলাই ১৯৫৩, সংষ্কার ১৯৯৮-২০০০, ২০০৬, ২০১০, ২০২৪
বার্লিন :
মূল নাম : অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিন
ইউরোতে ধারণ ক্ষমতা : ৭১,০০০
উদ্বোধন : আগস্ট ১৯৩৬, সংষ্কার ২০০০/২০০৪
ডাসেলডর্ফ :
মূল নাম : ডাসেলডর্ফার এরেনা
ইউরোর ধারণ ক্ষমতা : ৪৭,০০০
উদ্বোধন : জানুয়ারি ২০০৫
কোলন :
মূল নাম : মুয়েগার্সডর্ফার স্টেডিয়ন
ইউরোর ধারণ ক্ষমতা : ৪৩,০০০
উদ্বোধন : সেপ্টেম্বর ১৯২৩, সংষ্কার ১৯৭৫ ও ২০০৪
ফ্রাংকফুর্ট :
মূল নাম : ওয়াল্ডেস্টেডিয়ন
ইউরোর ধারণ ক্ষমতা : ৪৭,০০০
উদ্বোধন : মে ১৯২৫, সম্প্রসারন- ১৯৩৭ ও ১৯৫৩, সংষ্কার ১৯৭৪ ও ২০০৫
লিপজিগ :
মূল নাম : জেনট্রালস্টেডিয়ন
ইউরো ধারণ ক্ষমতা : ৪০,০০০
উদ্বোধন : নভেম্বর ২০০৪, সম্প্রসারন- ২০২১
গেলসেনকার্চেন :
মূল নাম : এ্যারেনা অশালকে
ইউরোর ধারণ ক্ষমতা : ৫০,০০০
উদ্বোধন : আগস্ট ২০০১, মূল সংষ্কার ২০০৫
আরও পড়ুন:
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা এবার ঘোচাতে পারবেন তামিম?
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ আজকের খেলা (৭ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/বিটি