দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এবার প্রথমবারের মতো কোহলিকে টপকে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সংগ্রাহক বনে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
গতকাল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের ম্যাচে ৪৩ বলে ৪৪ রানের একটি ইনিংস খেলেন বাবর। সেই সুবাদে উঠে আসেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে১১৩ ইনিংস ব্যাট করে বাবরের বর্তমান রান ৪ হাজার ৬৭।
এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কোহলির রান সংখ্যা ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান। অবশ্য গেল দুই বছর যাবত দেশের জার্সিতে খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি এই ভারতীয় ক্রিকেটার। তবে এই সময় ধারাবাহিক ছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। সেই সুবাদে এবার কোহলিকে পেছনে ফেললেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলি এবং বাবর ছাড়াও ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আরেক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। ১৪৪ ইনিংসে তার রান সংখ্যা ৪ হাজার ২৬। এতে করে বোঝা যায় চলতি বৈশ্বিক টুর্নামেন্টে এই তিন ক্রিকেটারেরই সুযোগ রয়েছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে ভারত। অপরদিকে আইসিসির সহযোগীদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে গিয়ে পরাজয় বরণ করতে হয়েছে এই ফরমেটে একবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে। আগামী রোববার মাঠে গড়াবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে যা বললেন শান্ত
ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/এফএএস