Connect with us
ক্রিকেট

সহজ ম্যাচে কঠিন জয়, হাসি মুখে যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময় মাঠের পারফরমেন্সে খুব একটা ছন্দে না থাকায় টাইগারদের নিয়ে হচ্ছিল বেশ সমালোচনা। তবে সব সমালোচনা পাশ কাটিয়ে কষ্ট করে হলেও ২ উইকেটের জয় নিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল শান্ত বাহিনী।

আজ টেক্সাসে টস হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। এদিন ব্যাটিংয়ে দারুন শুরু করলেও টাইগার বোলারদের দাপটে ১২৪ রানে গুটিয়া যায় লঙ্কানরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আজও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তবে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অদম্য জুটি এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসি মুখে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর ক্যারিয়ারে এটি সবথেকে প্রেসারের ম্যাচ ছিল কিনা এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমার কাছে তাই তো মনে হচ্ছে। ম্যাচে দুদিন আগে থেকেও আমরা সবাই এটা জানতাম। তবে ব্যক্তিগতভাবে এমন প্রেসার ম্যাচ আমি আগে খেলিনি।’

ব্যাটিং এবং বোলিংয়ে শ্রীলঙ্কা ভালো শুরু করলেও দারুণভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন শান্ত, ‘দেখুন আজ শুরুর দিকে শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে। তবে আমরা শক্তিশালী ভাবে ঘুরে দাঁড়িয়েছি। বোলিংয়েও তারা ভালো শুরু করেছিল। তবে আমার মনে হয় তাদের রান জয়ের জন্যে যথেষ্ট ছিল না।’

ম্যাচ জিতলেও ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন শান্ত, ‘এমন উইকেটে আমাদের সহজেই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি।’  তবে লিটন দাসের রানের সেরাটাও শক্তির মনে করছেন তিনি, ‘লিটন কয়েকটা সিরিজ ধরেই স্ট্রাগল করছিল, কিন্তু আজ ও নিজের স্কিল দেখিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

নিজেদের পারফরমেন্স নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিং খুব ভালো হয়নি। তবে এমন প্রেসার ম্যাচে এমন হতে পারে। কেননা এটা ওদের (শ্রীলঙ্কার) জন্যেও খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ওরাও এটা জিততে চেয়েছিল। বোলিংয়ের শুরুটা ভালো না করলেও মিডেল ওভার গুলোতে বোলাররা এবং ফিল্ডাররা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তা অসাধারণ।’

এই জয় পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ কতটা সহজ করে দিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে শান্ত বলেন, ‘না, এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরের তিন ম্যাচও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য নতুন করে প্ল্যান করে আসতে হবে। যেটা বললাম ভালো খেলার কোন বিকল্প নেই। ব্যাটিং সাইড সেখানে কন্ট্রিবিউট করতে পারলে আরো ভালো করবে দল।’

রিশাদ হোসেনের বোলিং নিয়ে শান্ত বলেন, আমি মনে করি ও খুব ভালো বল করেছে। গেল কিছু সিরিজেও অনেক ভালো করেছে, ও(রিশাদ) যেমন প্র্যাকটিস করেছে প্রিপারেশনও ভালো। আমরা এতদিন বলতাম আমাদের কোন লেগ স্পিনার নাই, সেই জায়গাটা পূরণ হয়েছে। আশা করব পরবর্তী ম্যাচগুলোতেও এভাবে কন্ট্রিবিউট করবে।’

এমন ম্যাচেও ওপেনরদের ব্যর্থ হওয়ার প্রশ্নে শান্ত বলেন, ‘এখানে দায়িত্ব শুধু ওপেনারদের নয়, সব ব্যাটারদের। আমি বলব যেদিন যে ভালো করবে, সে যেন ইনিংস ক্যারি করতে পারে এবং ম্যাচ শেষ করে আসতে পারে। আশা করি পরের ম্যাচে ওপেনারদের থেকেও তেমন ভালো ইনিংস দেখতে পারবো। লিটন অনেকদিন পর একটা ভালো শুরু পেয়েছে।’

আরও পড়ুন:

বিশ্বকাপে আবার চমক, নিউজিল্যান্ডকে হারালো আফগানরা

ডমিঙ্গো শোনালেন বাংলাদেশে কোচিংয়ের তিক্ত অভিজ্ঞতা

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট