গত বছর ওয়ানডে বিশ্বকাপে একেবারে যাচ্ছেতাই পারফর্ম করে বাংলাদেশ। শুধু উজ্জ্বল ছিল মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং। এবারের বিশ্বকাপের শুরুতেও যেন সেই একই রূপ। ব্যাটিং ব্যর্থতার মিছিলে বরাবর ব্যতিক্রম বুড়ো রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেও বাংলাদেশের জয়ের নায়ক সাবেক এই অধিনায়ক।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ এবং এবারের বিশ্বকাপে তিনিই সবচেয়ে ভরসার ব্যাটার। এই দলে থাকা-না থাকা নিয়ে কখনো আক্ষেপ করেননি। বাদ পড়লে নীরবে নিজেকে প্রস্তুত করেছেন। ডাক পেলেই নিজের সেরাটা বিলিয়ে দিয়েছেন। তাই তো রিয়াদ সবচেয়ে ব্যতিক্রম ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। আর কুড়ি-বিশের বিশ্বকাপের ময়দানে শ্রীলঙ্কাকে প্রথমবার হারাল বাংলাদেশ। এর আগে দুটি ম্যাচ হেরেছিল তারা। আজ ১৯তম ওভারের প্রথম বলে শানাকার ফুলটস মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। স্বস্তির নিঃশ্বাস নিলো কোটি জনতা।
এর পরের বলে লেগ সাইডে খেলে নিয়েছেন সিঙ্গেল। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে দিলেন রিয়াদকে। ৩ রান দরকার, স্ট্রাইকে মাহমুদউল্লাহ। অফ স্টাম্পের বাইরের শর্ট বল এরপর ছেড়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, হয়তো ওয়াইড ভেবেছিলেন। শট খেলতে পারতেন চাইলেই। মাহমুদউল্লাহ সে সুযোগটা নেননি। শেষ বলে শর্ট মাহমুদউল্লাহ এবার ব্যাট চালিয়েছিলেন। শ্রীলঙ্কা আবেদন করেছে, এরপর নিয়েছে রিভিউ। মাহমুদউল্লাহ অবশ্য চাচ্ছিলেন ওয়াইড। এবং রিভিউ ব্যর্থ হওয়ার পর দেওয়া হয়েছে ওয়াইড।
ওই ওভারের শেষ বলে সামনে এসে খেলেন রিয়াদ। মিড অফ থেকে থ্রো সরাসরি লাগলে মাহমুদউল্লাহ রানআউট হতে পারতেন। আশা ছেড়েও দিয়েছিলেন। তবে ওভারথ্রো থেকে উল্টো আরেকটি রান নিয়ে ১৯তম ওভারের শেষ বলেই মাহমুদউল্লাহ নিশ্চিত করেছেন ২ উইকেটের জয়।
১৭ রান দরকার হাতে ৫ উইকেট। এমন ম্যাচে চিন্তার কোনো কারণ থাকার কথা না। কিন্তু সাকিব ও রিশাদের উইকেট হারিয়ে চিন্তায় পড়ে টাইগার শিবির। শেষ পর্যন্ত ম্যাচে দেখা যায় স্নায়ুর লড়াই। আর বারবার চাপকে জয় করা মাহমুদউল্লাহ আজও স্নায়ু ধরে রেখেছেন। ১৩ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন।
বোলারদের বীরত্বে ১২৪ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ১২৫ রানের লক্ষ্যে আজও টপঅর্ডাররা ছিলেন ব্যর্থ। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ৬৩ রানের জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। পরে ছোট ছোট জুটিতে নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে জয় পায় শান্তবাহিনী।
আরও পড়ুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৮ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এজে