Connect with us
ক্রিকেট

লিটনের ধীরগতির ইনিংস নিয়ে তামিমের সমালোচনা

Tamim criticizes Liton's slow innings
লিটনের ধীরগতির ইনিংস নিয়ে সমালোচনা করেছেন তামিম। ছবি- সংগৃহীত

গত কয়েক বছর ধরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই রোমাঞ্চ ভরপুর। প্রায় প্রতিটি ম্যাচে রোমাঞ্চ উপহার দেন এই দুই দলের খেলোয়াড়রা। গতকাল (৮ জুন) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হেসেছে টাইগাররা। ২ উইকেটের জয় নিয়ে বিশ্বকাপে দারুণ শুরু নাজমুল হোসেন শান্তদের।

এই জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন ওপেনার লিটন দাস। ৩৮ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইক রেট বিবেচনায় এই ইনিংসটি টি-টোয়েন্টি সুলভ না হলেও দলের জয়ে অনেক বড় অবদান রেখেছে। কেননা দলীয় ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন লিটন। তাদের ৩৮ বলে ৬৩ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।

তবে লিটনের এমন ধীরগতির ইনিংস নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক শোতে এ নিয়ে তামিম বলেন, ‘শুরুতেই আমাদের এক-দুইটা উইকেট পড়েছে। তারপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। সে অনেক নিরাপদে খেলেছে যা আমি উপভোগ করিনি।’

আরও পড়ুন:

»  ভারত-পাকিস্তান ম্যাচে কারা থাকছেন? এক নজরে সম্ভাব্য একাদশ 

» শেষ সময়ে গোল করে ব্রাজিলকে জেতালেন সেই এনড্রিক

এদিন ১২৫ রান তাড়া করতে ৮ উইকেট হারানোর পাশাপাশি ১৯ ওভার খেলতে হয়েছে টাইগারদের। যা পছন্দ হয়নি তামিমের। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে, সেটা আমি উপভোগ করিনি। উইকেট নিয়ে বলছি না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০-১২৫ রান খুব বড় স্কোর নয়। এই রান তাড়া করার সহজ উপায় হচ্ছে টপ অর্ডার থেকে কারও দ্রুত রান তোলা। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারলে এটি অনেক সহজ হয়ে যায়। এতে মিডল অর্ডারে রান রেটের চাপে পড়ে না।’

টপ অর্ডার ব্যাটারদের নিয়ে সমালোচনা করলেও তাওহীদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংস নিয়ে প্রশংসা করতে ভুলেননি এই ওপেনার, ‘তাওহিদ হৃদয়কে অনেক কৃতিত্ব দিতেই হবে। ওর ২০ বলে ৪০ রানের ইনিংসটিই বাংলাদেশকে চালকের আসনে নিয়ে এসেছে।’

ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট