টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার এইট নিশ্চিত করতে আজকের ম্যাচ টাইগারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর মন্ত্র বলে দিলেন তামিম ইকবাল।
নাসাউ কাউন্ট্রি স্টেডিয়াম রীতিমত বোলারদের জন্য স্বর্গরাজ্য। চলতি বিশ্বকাপে এই মাঠে খেলা পাঁচ ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৭ রান করেছে কানাডা। সর্বশেষ ভারত-পাকিস্তান ম্যাচেও এই রান ছিল আরও কম। দুটি শত রানের কম ম্যাচ দেখা গেছে এখানে। বলাই যায় এই মাঠে ম্যাচ জিততে হলে বিশেষ ভূমিকা রাখতে হবে বোলারদের।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ। তারা (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার।’
নতুন বলে বাংলাদেশের কাজটা ঠিকভাবে করা দরকার বলে মনে করেন তামিম ইকবাল। শুরু থেকে প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরার বিষয়ে তিনি বলেন, ‘আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না। কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে।’
সাম্প্রতিক সময়ে এই মাঠে খেলা ম্যাচগুলো বিশ্লেষণ করে বোঝা যায় উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারছে বোলাররা। এই বিষয় লক্ষ্য রেখে তামিম বলেন, ‘অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’
একই অনুষ্ঠানে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় মরকেল বলেন, ‘বাংলাদেশের এখনও দেয়ালে পিঠ ঠেকে যায়নি। তারা হয়ত সাউথ আফ্রিকাকে চাপে রাখতে চাইবে। বাংলাদেশের দিক থেকে যদি বলি তাহলে সফট বাউন্ডারি, স্কোরিং অপশন কিংবা টপ অর্ডারকে উপায় খুঁজে বের করার সুযোগ দেয়া যাবে না।’
২০ দলের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে। এই ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ বেশ অনেকটাই বেড়ে যাবে টাইগারদের। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে এই গ্রুপ থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে থাকবে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: পাকিস্তানকে জয়ের অযোগ্য বললেন শোয়েব আখতার
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এফএএস