Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে বিশ্বমানের বোলার বলছেন মরনে মরকেল

মুস্তাফিজকে নিয়ে কথা বললেন মরনে মরকেল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগার বোলারদের বোলিং নৈপুণ্যে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। যেখানে অসাধারণ বল করে আরও একবার নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ফিজকে নিয়ে কথা বললেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার মরনে মরকেল।

আজ সোমবার (১০ জুন) নাসাউ কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচ সম্পর্কে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। যেখানে টাইগার পেসারদের নিয়ে মুগ্ধতা ঝড়েছে তার কন্ঠে।

উইকেট অনুযায়ী এই ম্যাচেও পার্থক্য গড়ে দিতে পারে বোলাররা। মরনে মরকেল বাংলাদেশের বোলিংকেই ধরে নিয়েছেন টাইগারদের শক্তির মূল জায়গা হিসেবে, ‘তাসকিন এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে। টেস্ট ম্যাচের মতো লেংথ ধরে সে সঠিক জায়গায় বোলিং করে। এই উইকেটে সে সহায়তা পাবে।’

এরপর মুস্তাফিজকে বিশ্বমানের বোলার আখ্যা দিয়েছেন মরকেল। ফিজের বিপক্ষে খেলা প্রোটিয়া ক্রিকেটারদের জন্য সহজ হবে না বলেও জানান এই সাবেক ক্রিকেটার, ‘আর ফিজ তো বিশ্বমানের একজন। তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র্য আছে। আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।’

সাবেক অভিজ্ঞ এই পেসার মনে করেন নাসাউ কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামের মতো উইকেটে মুস্তাফিজ হতে পারেন দারুন একটা অপশন। তিনি বলেন, ‘সে খুবই অ্যাকুরেট এবং তাকে খেলা খানিকটা কঠিন। এই ধরনের উইকেটে যাদের ন্যাচারাল বৈচিত্র্য আছে তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দারুণ কিছু হবে।’

গেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর থেকে দারুন ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন বিশ্বকাপের প্রথম ম্যাচেও। এছাড়া মুস্তাফিজের বোলিংয়ের ধরন এই ভেন্যুর উইকেটে বিশেষ কার্যকরী হবে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের। তাই এই ম্যাচে মুস্তাফিজের ওপর আলাদা নজর থাকবে সকলের।

আজকের ম্যাচে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় মরকেল বলেন, ‘বাংলাদেশের এখনও দেয়ালে পিঠ ঠেকে যায়নি। তারা হয়ত সাউথ আফ্রিকাকে চাপে রাখতে চাইবে। বাংলাদেশের দিক থেকে যদি বলি তাহলে সফট বাউন্ডারি, স্কোরিং অপশন কিংবা টপ অর্ডারকে উপায় খুঁজে বের করার সুযোগ দেয়া যাবে না।’

একই অনুষ্ঠানে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম ইকবালও টাইগার পেসারদের গুরুত্বের কথা তুলে ধরেছেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মুস্তাফিজ খুবই ‍গুরুত্বপূর্ণ। তারা (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার।’

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম

ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট