চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলে এই ম্যাচে টাইগারদের জয় পাওয়া অনেকটাই অসম্ভব হয়ে উঠেছিল। শেষদিকে যখন একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ দল ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়, তখন মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই জয় নিশ্চিত হয় লাল-সবুজের দলের।
এটাই প্রথম বার নয় যখন বাংলাদেশ দলকে বিপদের হাত বাঁচিয়েছেন রিয়াদ। এর আগেও অসংখ্য ম্যাচে দলকে খারাপ অবস্থা থেকে টেনে ভালো অবস্থানে নিয়ে গেছেন। পাশাপাশি অনেকবার একা লড়েই দলকে ম্যাচ জিতিয়েছেন।
শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৩ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তখন ১৪ বলে ১২ রান প্রয়োজন ছিল টাইগারদের। এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় মাহমুদউল্লাহর নৈপুণ্যে ১ ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় লাল-সবুজ বাহিনী। ১৩ বলে ১৬ এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন:
» মুস্তাফিজকে বিশ্বমানের বোলার বলছেন মরনে মরকেল
» প্রোটিয়া ম্যাচে লিটন গড়তে পারেন ব্যবধান, মনে করেন কুম্বলে
এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশংসার ঝড় ওঠে। এছাড়া দলের অধিনায়ক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যরাও তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এবার তাকে নিয়ে প্রশংসা ঝড়লো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে।
মাহমুদউল্লাহর ম্যাচজয়ী পারফরম্যান্স নিয়ে এই শ্রীলঙ্কান বলেন, ‘মাহমুদউল্লাহ যেভাবে ম্যাচটি শেষ করে এসেছে, আমি তাতে মুগ্ধ। এজন্যই তাকে এমন জায়গায় ব্যাট করানো হচ্ছে। সে অনেক অভিজ্ঞ, দল চাপে থাকলেও যারা শান্ত থাকে তাদের মধ্যে একজন সে। তার ভূমিকাটা সে ভালোভাবেই জানে।’
তাছাড়া এই টাইগার প্রধান মনে করেন মাহমুদউল্লাহ বড় ম্যাচের খেলোয়াড় ‘আমি তাকে নিয়ে খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, সে যেন সে শেষ অবধি ব্যাটিং করে, এতে যা হওয়ার হোক। সে সেটাই করেছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার করেছে। মাহমুদউল্লাহ বড় ম্যাচের খেলোয়াড়। বেশির ভাগ বিশ্বকাপেই সে আমাদের জন্য ভালো কিছু করেছে।’
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/বিটি