জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়েছে টাইগাররা। এবার তাদের সামনে প্রোটিয়া পরীক্ষা। আজ সোমবার (১০ জুন) বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচের শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে আজকের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক।
আরও পড়ুন:
» মাহমুদউল্লাহ বড় ম্যাচের খেলোয়াড়: হাথুরুসিংহে
» পাকিস্তানকে জয়ের অযোগ্য বললেন শোয়েব আখতার
» বাংলাদেশের বোলিং দাপটে প্রোটিয়াদের সংগ্রহ ১১৩ রান
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই আজ খেলবে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জেনসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া ও ওটনিল বার্টম্যান।
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/বিটি