গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই এলোমেলো পাকিস্তান ক্রিকেট দল। ভারতের মাটিতে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান শিবিরে নাটকীয়তা কম হয়নি। কোচিং স্টাফে বার বার পরিবর্তন, বাবরের অধিনায়কত্ব থেকে ইস্তফা, শাহিনকে আফ্রিদিকে অধিনায়কত্ব প্রদান, এরপর আফিদিকে সরিয়ে পুনরায় বাবরকে দায়িত্ব দেওয়া, ইমাদ-আমিরদের অবসর ভেঙে জাতীয় দলে ফেরা। এতকিছুর পরও কোনো পরিবর্তন আসেনি দলের পারফরম্যান্সে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নীচু সারির দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে বাবররা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জেতা ম্যাচ হেরেছে দলটি। ভারতের ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে কেবল ১১৪ রান তুলতে সক্ষম হয়েছে তারা। এমন লজ্জাজনক হারের পর চলমান টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় গত আসরের ফাইনালিস্টরা।
ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম দলটির কড়া সমালোচনা করেছেন। এমনকি পুরো দল পরিবর্তন করার পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটারদের বাড়িতে বসিয়ে রাখতে বললেন এই সাবেক।
আরও পড়ুন:
» পাকিস্তানকে জয়ের অযোগ্য বললেন শোয়েব আখতার
» লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের লজ্জার হার
পাকিস্তানের হারের সমালোচনা করে ভারতীয় গণমাধ্যম স্টার স্পোর্টসকে ওয়াসিম আকরাম বলেন, ‘তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে । তাদেরকে নতুন করে শেখানোর কিছু নেই। রিজওয়ান নিজের খেলা নিয়ে সচেতন নয়। তার বোঝা উচিত ছিল বুমরাহ উইকেট নেয়ার মত বল ডেলিভারি দিতে পারে। তাকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করাটাই বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু সে তা না করে বড় শট খেলতে গিয়ে উইকেট হারালো।’
এছাড়া পুরো দলের সমালোচনা করে তিনি বলেন, ‘পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন তারা ভালো পারফর্ম করতে না পারলে কোচদের পরিবর্তন করা হবে, তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচ রেখে পুরো দল পরিবর্তন করার।’
এছাড়া বাবর ও শাহিনের শীতল সম্পর্ক নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘এমনও খেলোয়াড় আছে যারা একে অপরের সঙ্গে কথা বলছে না। তাদের বুঝতে হবে এটা আন্তর্জাতিক ক্রিকেট,তারা দেশের হয়ে খেলছে। এই খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে রাখুন।’
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/বিটি