Connect with us
ক্রিকেট

সাকিবের কড়া সমালোচনায় শেবাগ, অবসরের পরামর্শ

Sehwag criticized Shakib, suggested retirement
সাকিবের দায়িত্বহীন ব্যাটিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন শেবাগ। ছবি- সংগৃহীত

ব্যাট ও বল হাতে খারাপ সময় পার করছেন সাকিব আল হাসানের। বেশ কিছুদিন ধরেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই টাইগার অলরাউন্ডার। দেশের হয়ে গত জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি। তবে প্রত্যাশা ছিল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনার রূপে দেখা যাবে তাকে। তবে ইতোমধ্যে ২টি ম্যাচ খেলেও নিজের সেরাটা দিতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারের কোঠা পূরণ করতে পারেননি সাকিব। ৩ ওভারে ৩০ খরচায় কোনো উইকেটের দেখা পাননি। তাছাড়া ব্যাট হাতে দলের প্রয়োজনীয় মুহূর্তে ১৪ বলে কেবল ৮ রান করে আউট হয়ে গেছেন।

গতকাল সোমবার (১০ জুন) আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে কেবল ১ ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। এছাড়া ব্যাট হাতেও ছিলেন ছন্নছাড়া। দলের প্রয়োজনীয় সময়ে বাজে শট খেলে মাত্র ৪ রান করে আউট হয়ে দলকে বিপদের মুখে ফেলে দেন। যে কারণে শেষ পর্যন্ত জেতা ম্যাচ হারতে হয় টাইগারদের।

আরও পড়ুন:

» বাংলাদেশের বদলে ভারত থাকলে ভিন্ন হতো দৃশ্যপট?

» শান্ত-লিটনের স্লো ব্যাটিংয়েই হেরেছে বাংলাদেশ?

সাকিবের এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এমন দায়িত্বহীন ব্যাটিং নিয়ে ক্রিকেট পাড়ায় বইছে সমালোচনার ঝড়। এ তালিকায় ছিলেন ভারতের সাবেক কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগও। তিনি সাকিবের কড়া সমালোচনার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ম্যাচশেষে ক্রিকবাজের আলোচনায় শেবাগ বলেন, ‘আপনি দলের একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক। এটা আপনার শেষ আসর। আপনার কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং-ব্যাটিং ভালো হচ্ছে না। দলের জন্য আমি অবদান রাখতে পারছি না। তাহলে আমার খেলার কী দরকার?’

বাংলাদেশ যখন লিটনকে হারিয়ে চাপে তখন চাপ সামলে দায়িত্ব নেওয়ার পরিবর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। বল ও রান বিবেচনায় সে মুহূর্তে এমন শট খেলাটা ছিল খুবই বেমানান। সাকিবের এমন ব্যাটিং নিয়ে শেবাগ বলেন, ‘আপনি তো অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন নন। আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলা উচিত। আর এটা তো আপনার কোনো রেগুলার শট না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলবে? আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের বেশি সময় ধরে যার খেলার অভিজ্ঞতা আছে, তার এই সামান্য জ্ঞান থাকা দরকার। ওই পরিস্থিতিতে বলে বলেই রান নেওয়াই যথেষ্ট ছিল।’

একসময় টি-টোয়েন্টিতে ভালো খেলতে না পারায় এই সংস্করণ থেকে নিজেই সরে দাঁড়ান শেবাগ, মনোযোগ দেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ চলছিল, তখনই বুঝেছি আমি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছি না। তখনই আমি নির্বাচকদের জানিয়ে দেই, আমি কেবল ওয়ানডে এবং টেস্ট খেলা চালিয়ে যেতে চাই।’

ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট