চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মঙ্গলবার (১১ জুন) কানাডার মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর গত আসরের ফাইনালিস্টরা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই একটি মজার ঘটনা ঘটেছে। একসময় পাকিস্তানের জার্সিতে খেলা ক্রিকেটার এখন কানাডার জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলবেন।
বলছি কানাডার পেসার কালিম সানার কথা। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার বাবর আজমের পুরোনো বন্ধু এবং একসময়ের ক্রিকেট মাঠের সতীর্থ। বাবর ও কালিম একসঙ্গে প্রায় সাত বছর খেলেছেন। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাবরদের সঙ্গে পাকিস্তানের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন কালিম।
কলিম সানার জন্ম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২০০৮-০৯ সালে কায়েদ-ই-আজম ট্রফির সময় তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। পাকিস্তানে কয়েক বছর খেলার পর তিনি কানাডায় পাড়ি জমান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কানাডার স্কোয়াডে ডাক পান কালিম। তবে সেবার অভিষেক হয়নি তার। ২০২২ সালের সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে কানাডার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।
আরও পড়ুন:
» সুপার এইটে যেতে বাংলাদেশের সামনে কেমন সমীকরণ
» সাকিবের কড়া সমালোচনায় শেবাগ, অবসরের পরামর্শ
বর্তমানে কানাডার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন কালিম। আর তাদেরই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জন্মভূমি পাকিস্তানকে। এমনকি কানাডা-পাকিস্তান ম্যাচের একাদশেও রয়েছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
কানাডার হয়ে এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে ১৩.২ গড় ও ৫.৮১ ইকোনোমিতে ২৮ উইকেট শিকার করেছেন কালিম। এছাড়া ওয়ানডেতে ৮ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/বিটি