চলতি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (১০ জুন) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের কারণে সহজ ম্যাচ হেরেছে টাইগাররা। বিশেষ করে দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসানের দায়িত্বহীন ব্যাটিং ভুগিয়েছে দলটিকে।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সহজ রান তাড়া করতে নেমে দলীয় ২৯ রানে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারালে ব্যাটিংয়ে আসেন সাকিব। তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৩ বলে ৮৪ রান। অর্থাৎ বলে বলে রান তুলেই এই ম্যাচ সহজে জিতে নিতে পারতো বাংলাদেশ।
তবে সাকিব ৩ বলে ৩ রান নিয়ে চতুর্থ বলে নরকিয়াকে পুল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটারের সে মুহূর্তে এমন অপ্রয়োজনীয় শট খেলে আউট হওয়াটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। যা নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুন:
» ক্রিকেটে ‘ডেড বল’ কি, খেলায় কতটা প্রভাব ফেলে?
» কানাডার হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছেন বাবরের সাবেক সতীর্থ
এ নিয়ে সাকিবের কড়া সমালোচনা করেন ভারতের সাবেক কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগ। ম্যাচশেষে ক্রিকবাজের আলোচনায় শেবাগ বলেন, ‘আপনি দলের একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক। এটা আপনার শেষ আসর। আপনার কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং-ব্যাটিং ভালো হচ্ছে না। দলের জন্য আমি অবদান রাখতে পারছি না। তাহলে আমার খেলার কী দরকার?’
‘আপনি তো অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন নন। আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলা উচিত। আর এটা তো আপনার কোনো রেগুলার শট না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলবে? আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের বেশি সময় ধরে যার খেলার অভিজ্ঞতা আছে, তার এই সামান্য জ্ঞান থাকা দরকার। ওই পরিস্থিতিতে বলে বলেই রান নেওয়াই যথেষ্ট ছিল।’- তিনি আরও যোগ করেন।
শেবাগের এমন সমালোচনার কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের একসময়ের নিয়মিত মুখ ইমরুল কায়েস। এ প্রসঙ্গে দেশের একটি ক্রীড়া গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না তার মত (বীরেন্দ্র শেবাগ) একজন কিংবদন্তি ক্রিকেটার কি চিন্তা করে কথা বলে। শচীন টেন্ডুলকার- রাহুল দ্রাবিড় বা ভারতের অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের আপনি এভাবে কথা বলতে দেখবেন না। কারণ তারা খেলোয়াড়দের ওই সম্মানটা দেয়। আমি মনে করি, যেহেতু ক্যারিয়ারে সে (শেবাগ) নিজেও সন্মানটা পায় নাই, তাই অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে এই সন্মানটা দিতে জানেনা।’
তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসান কিন্তু একদিনে আসেনি। তার ক্যারিয়ারে অর্জনের পাল্লা অনেক ভারী। ক্রিকেটের তিন ফরম্যাটেই লম্বা সময় ধরে তিনি এক নাম্বার অলরাউন্ডার ছিলেন। আমার মনে হয়, এ ধরণের ক্রিকেটারদের নিয়ে কথা বলার সময় একটু সন্মান দিয়ে কথা বলা উচিত।’
ক্রিফোস্পোর্টস/১১জুন২৪/বিটি