আর মাত্র এক সপ্তাহ পরেইশুরু হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। প্রথম ম্যাচে মেক্সিকো হারানোর পর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের শেষ ম্যাচ এটি। ভিন্ন দুই স্মৃতি নিয়ে শনিবার মাঠে নামবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ব্রাজিল সর্বশেষ ম্যাচে গত রবিবার ৩-২ গোলে মেক্সিকো হারিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কলাম্বিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে।
ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক, অ্যাস্ট্রো সুপারস্পোর্ট, টিওয়াইসি স্পোর্টস, টেলিভিশন পাবলিকা, মোভিস্টার, ফিফা প্লাস ইত্যাদি প্লাটফর্মে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন পেজে ও গ্রুপে ম্যাচটি দেখা যাবে।
ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি যুক্তরাষ্ট্র্র। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। এ ম্যাচে ব্রাজিল ২-০ গোলে জয় পায়।
কোপা আমেরিকায় ব্রাজিল ‘ডি’ গ্রুপে খেলছে। তাদের সঙ্গী হিসেবে রয়েছে কলাম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। স্বাগতিক যুক্তরাষ্ট্র ‘সি’ গ্রুপে খেলবে উরুগুয়ে, পানামা, বলিভিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন:
নেদারল্যান্ডসের কাছে হারলেও যেভাবে কোয়ার্টারে যেতে পারে বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১১ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এজে