Connect with us
ক্রিকেট

ইনজুরিতে বিশ্বকাপ শেষ মুজিবের, ডাক পড়লো যে ক্রিকেটারের 

Mujib ur Rahman
মুজিব-উর রহমান। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

চলতি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছে আফগানিস্তান। টানা তিন ম্যাচে দাপুটে জয় নিয়ে এরই মধ্যে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করার সুখবর পেয়েছে রাশিদ খানের দল। তবে এর মাঝে একটি দুঃসংবাদও পেয়েছে আফগানরা৷ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলটির রহস্য স্পিনার মুজিব-উর রহমান৷ তার পরিবর্তে ডাকা মারকুটে ওপেনার হজরতউল্লাহ জাজাইকে৷

হাতের আঙ্গুলের ইনজুরির বিশ্বকাপকে বিদায় বলতে হচ্ছে মুজিবকে। কুড়ি ওভারের বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত ৭ ম্যাচে হাত ঘুরিয়ে ৬.২৫ ইকোনমিতে তিনি উইকেট তুলেছেন ১২টি৷ যদিও চলতি বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মুজিবের৷ আফগানদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচায় ১ উইকেট তুলেন মুজিব৷ এরপর আফগানিস্তানের বাকি দুই ম্যাচে তার পরিবর্তে খেলানো হয় নূর মোহাম্মদকে।

পাওয়ারপ্লে বোলিং ভীষণ কার্যকরী মুজিবুর-উর রহমান৷ নিজের দিনে নতুন বলে একাই ঘুড়িয়ে দিতে পারেন যেকোনো দলের টপ-অর্ডার৷ যদিও আফগান পেসার ফাজালহক ফারুকি ও নাভিন-উল হকের দুর্দান্ত বোলিংয়ের কারণে এবার মুজিবকে দরকার হয়নি আফগানিস্তানের৷ স্পিনে রয়েছে রাশিদ খান ও নূর মোহাম্মদের ঘূর্ণি।

আরো পড়ুন: বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল করা বোলার মুস্তাফিজুর রহমান

বোলিংয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান তাই ইনজুরিতে ছিটকে যাওয়া মুজিবের পরিবর্তে একজন ব্যাটারকেই পছন্দ করেছে৷ মারকুটে ওপেনার হজরতউল্লাহ জাজাই ডাক পেয়েছে আফগান শিবিরে৷ নিয়মিত দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের যে কারো ইনজুরি কিংবা অন্য কারণে চলতি বিশ্বকাপেই কপাল খুলে যেতে পারে জাজাইয়ের৷

এর আগে চোটের কারণে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি মুজিবের। ইচ্ছে ছিল চোট সেরে বিশ্বকাপের জন্য পুরোদমে ফিরে আসবেন তিনি। কিন্তু আবারো ইনজুরির কবলে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মুজিব-উর রহমান৷

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/টিএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট