আইসিসির বিশ্বমঞ্চে বরাবরই উজ্জ্বল নিউজিল্যান্ড। সাদা বলের বৈশ্বিক টুর্নামেন্টে এখনো শিরোপার দেখা না পেলেও রানার্সআপ হয়েছে অনেকবার। ২০১৫ সাল থেকে এখন অবধি সবগুলো বিশ্বকাপের অন্তত সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে কিউইরা।
দলের খারাপ সময়ে আরো একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে নিউজিল্যান্ড। তাদের অন্যতম সেরা পেসার ট্রেন্ট বোল্টকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না। শনিবার (১৫ জুন) উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে এমনটাই জানান এই বাঁহাতি পেসার।
তিনি বলেন, ‘আমি নিজের ব্যাপারে বলতে পারি, এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ।’
আরও পড়ুন:
» ইনজুরিতে বিশ্বকাপ শেষ মুজিবের, ডাক পড়লো যে ক্রিকেটারের
» বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় নেপাল
এর আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। আজ শনিবার উগান্ডার বিপক্ষে চলতি আসরের প্রথম জয় পেয়েছে কিউইরা। এদিন বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন বোল্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন অবধি ১৭ ম্যাচ খেলে ৬.০৭ ইকোনোমিতে রান দিয়ে ৩২ উইকেট শিকার করেছেন বোল্ট। আগামী সোমবার (১৭ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে চলতি আসরের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আর এটি হতে যাচ্ছে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে বোল্টের শেষ ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/বিটি