আর সপ্তাহখানেক বাদেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। টুর্নামেন্টে শুরুর শেষ মুহূর্তে এসে কোপার চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে কোপার প্রাথমিক দল ঘোষণা করেছিল লিওনেল স্কালোনি। সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে এই বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে কোচ।
কোপার প্রাথমিক দলে সুযোগ পাওয়া ভ্যালেন্টিন বার্কো, অ্যাঞ্জেল কোরেয়া ও লিও বালের্দি মূল দল থেকে বাদ পড়েছেন। তবে কোপার মূল দলে রয়েছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আলেজান্দ্রো গার্নাচো।
কোপার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচে খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে একটি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে এবং অপর ম্যাচে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন:
» কোপা আমেরিকার মিশনে নামার আগে যে বিশেষ বার্তা দিলেন মেসি
» এবারের কোপায় ব্রাজিল দল নিয়ে আশাবাদী নন রোনালদিনহো
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গতবারের মত এবারও শিরোপা ধরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো রোমেরো, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, মার্কোস আকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কারবোনি।
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/বিটি