আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা ডেভিড ভিসে। শনিবার (১৫ জুন) ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এই ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভিসে। ২০১৩ সালের প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দলে জায়গা হারান এই অলরাউন্ডার।
পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে জন্মভূমি নামিবিয়াতে পাড়ি জমান ভিসে। ২০২১ সালে নামিবিয়ার হয়ে অভিষেক হয় তার। ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ব্যাট হাতে ৮ ইনিংসে ৪৫.৪০ গড়ে ২২৭ রানের পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। তার পারফরম্যান্সে ভর করেই সে আসরে সুপার-১২ তে উঠেছিল নামিবিয়া।
আরও পড়ুন:
» ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছেন শান্ত ভাই : তানজিম সাকিব
» অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইটের স্বপ্নভঙ্গ স্কটল্যান্ডের
২০২২ ও ২০২৪ আসরেও নামিবিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ভিসে। আর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপই দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
অবসরের বার্তায় ভিসে বলেন, ‘আমার বয়স ৩৯। টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর আরও দুই বছর পর। আমি মনে হয় না, সময় আমার জন্য এতদিন অপেক্ষা করবে। আমি ভাবছি, নামিবিয়ার হয়ে খেলা শেষ করার জন্য এর চেয়ে ভালো সময় কি হতে পারত! বিশ্বকাপের মতো মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে আমার ক্যারিয়ার শেষ করতে পারাটা বড় ব্যাপার। আমার মনে হচ্ছে এটাই বিদায় জানানোর সেরা সময়।’
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/বিটি