সুপার এইটের জায়গা আরও পাকাপোক্ত করতে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওই ভোরেই আবার কুরবানির ঈদ শুরু হবে। ঈদের নামাজ, পশু কুরবানিতে ব্যস্ত হবেন দেশবাসী। তাই দেশের ক্রিকেটের দিকে নজর একটু কমই থাকবে। তবুও ম্যাচ জিতে জয় দিয় গ্রুপপর্ব শেষ করতে চায় বাংলাদেশ।
এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম সাকিব বলেছেন, ‘প্রত্যেক ম্যাচই আমরা জয়ের জন্য খেলি, এই ম্যাচও জয়ের জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এ ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের জন্য আত্মবিশ্বাস নেওয়ার। ওই দিকেই মনোযোগ থাকবে।’
কিংসটাউনের সেন্ট ভিনসেন্টে ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এর আগের ম্যাচে এই মাঠেই জয় পেয়েছে নাজমুল হাসান শান্তরা। কিন্তু জয় পেলেও হাসেনি ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা শান্ত ও লিটনের ব্যাট। ম্যাচে কী রান আসবে তাদের ব্যাটে?
যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা তা নিয়েই ছিলো বড় শংকা। বিশ্বকাপের আগে হতাশাজনক পারফরম্যান্স সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছিলো নাজমুল শান্ত’র দলকে। অথচ এখন সুপার এইটে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ।
যদিও গ্রুপ ‘ডি’তে টাইগারদের খেলায় চরম স্নায়ুচাপে ভুগতে হয়েছে দর্শকদের। শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে হাত ফসকে যায় জয়। নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই সুপার এইটে খেলা নিশ্চিত তিন ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশ রান রেটে নেদারল্যান্ড থেকে অনেক ভালো অবস্থানে আছে।
ফর্মে ফিরেছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ, তাওহীদ হৃদয় নির্ভরতার প্রতিক। তবে দলের মুল সমস্যা ওপেনিং ও টপঅর্ডারে। ফর্মে ফিরতে লড়ছেন সৌম্য, অধিনায়ক শান্ত এবং লিটন দাস। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিংয়ে আলো ছড়াচ্ছেন পেসার ও স্পিনাররা। স্পিন-স্বর্গ সেন্ট ভিনসেন্টের উইকেট। রিশাদ-সাকিবের জন্য দারুন সহায়ক।পেসার তাসকিন, মুস্তাফিজের সাথে উজ্জল তানজিম সাকিব। ডাচদের বিপক্ষে দারুন ব্যাটিং করে সাকিব সুযোগ পেয়েছেন আইসিসির ‘বিশেষ একাদশে’। তাই চোট থেকে সেরে ওঠা শরিফুলকে দলে নিতে মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিলো নেপাল। তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তবে এই ম্যাচে অঘটনের শিকার হলে সুপার এইটে খেলার আশা বেঁচে থাকবে শান্ত’র দলের। একই দিন অন্য ম্যাচে লড়বে শ্রীলংকা ও নেদারল্যান্ডস। ডাচরা জিতলেও বাংলাদেশের সমান চার পয়েন্ট হবে তাদের। তবে রানরেটে ভালো অবস্থানে থাকায় অনেকটাই শংকামুক্ত টাইগাররা।
আরও পড়ুন:
বিশ্বকাপের সেরা আটে ৭ দল, অষ্টম দল বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস?
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচসহ আজকের খেলা (১৯ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/এজে