কাতার বিশ্বকাপে অধরা শিরোপার স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই ট্রফি জিততে যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, সেই সতীর্থদের জন্য এবার সোনার প্রলেপের আইফোন উপহার দিচ্ছেন মেসি।
উদীয়মান তারকা এনজো ফার্নান্দেস থেকে শুরু করে গোলকিপার এমি মার্টিনেজ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলীয় এই পারফরম্যান্স ছাড়া অধরা বিশ্বকাপ জেতা যে মেসির একার পক্ষে সম্ভব ছিল না, সেটা ভালোভাবেই উপলব্ধি করেছেন মেসি। সেজন্য এই উপহার।
দলের সকল সদস্য থেকে শুরু করে কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের জন্য থাকছে এই আইফোন। সবার ফোনেই নাম ও জার্সি নম্বর লেখা থাকবে। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, তিনটি তারকা ও বিশ্ব চ্যাম্পিয়ন ২০২২ লেখাগুলো থাকবে।
আইফোনে সোনার প্রলেপের জন্য ব্যবহার করা হবে মোট ২৪ ক্যারেট সোনার। ৩৫টি আইফোনের জন্য খরচ হচ্ছে মোট ৭৫ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা।
(ক্রিফোস্পোর্টস/০২মার্চ/এমএম)