ওয়েস্ট ইন্ডিজ এর সেন্ট ভিনসেন্টের মাটিতে মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে জটিল সমীকরণ মাথায় নিয়ে ফিল্ডিং এ নেমেছে শান্ত বাহিনী।
এদিন তাসকিন-তানজিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে টিম বাংলাদেশ। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানে থামে আফগানিস্তানের রানের চাকা। সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
এদিকে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারের মধ্যে এই লক্ষ্য তাড়া করে জিততে হবে। এছাড়া স্কোর লেভেল করে যদি চার মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৩ ওভার। এছাড়া স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে তাহলে ১২.৫ ওভারে জয় পেতে হবে।
বাংলাদেশ এই সমীকরণ এ জিতলেই সেমির টিকিট পাবে। শান্তরা যদি হেরে যায় তাহলে সেমিতে চলে যাবে আফগানিস্তান। এতে কপাল পুড়বে অস্ট্রেলিয়ার।
এদিন টস হেরে ফিল্ডিংইয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দুই পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদের সুইংইয়ে কাবু হয় আফগান ওপেননাররা। পাওয়ার প্লেতে বেশি রান হতে দেননি দুই পেসার। তখনো মাঠে থিতু হতে পারেননি দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
তবে ওপেনার ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৮ রান করে ফেরেন তিনি। এতে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে। পরে দ্বিতীয় আঘাত হানেন কাটার কাস্টার মুস্তাফিজ। পরে টানা দুই আঘাত হেনে আফগানদের বেশি উড়তে দেননি রিশাদ। তার তৃতীয় উইকেটে গুলবাদিন নাইবকে ফেরান।
এতে শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১১৫ রানে থামে আফগানিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন রিশাদ। এছাড়া একটি করে উইকেটে পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ।
আরও পড়ুন :
» বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা দেখছেন না সাকিব
» টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ১১৫/৫ (২০)
জয়ের টার্গেট : ১১৬ (২০)
সেমিতে যেতে টার্গেট : ১১৬ (১২.১/১২.৩/১২.৫)
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/এসএ