Connect with us
ক্রিকেট

সুপার এইট শুরুর আগে তানজিম সাকিবকে দুঃসংবাদ দিলো আইসিসি

Shakib Crifo
সুপার এইট শুরুর আগে তানজিম সাকিবের দুঃসংবাদ!

একদিনের বিরতি শেষে আজ মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। আজ দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার এইট পর্ব। এই পর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ২১ জুন। কিন্তু এর আগে দুঃসংবাদ পেয়েছেন দলের অন্যতম পেস ভরসা তানজিম হাসান সাকিব।

গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিমের তিরস্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশের ২১ রানে জয়ের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ছিল সেটি। প্রতিপক্ষের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে কথার যুদ্ধ চলাকালে তাকে হাত দিয়ে ঠেলেন সাকিব। সেসময় আম্পায়ার ও অন্য খেলোয়াড়রা এসে তাদেরকে আলাদা করেন। নিজের পরের ওভারে রোহিতকে শিকার করেন জুনিয়র সাকিব।

ওই ঘটনায় তানজিমের বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগজস্কি, তৃতীয় আম্পায়ার জয়রমন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা সাকিবের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছিলেন।

পরে তানজিম সাকিব অপরাধ স্বীকার করেন। সেই সঙ্গে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ওই ম্যাচে সবচেয়ে বেশি ডটবলের রেকর্ড গড়েন সাকিব। নেপালের বিরুদ্ধে ৪ ওভারে ২১টি ডটবল দিয়ে ৭ রান খরচ করে উইকেট নেন ৪টি।

আরও পড়ুন: পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেল পর্তুগাল

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট