ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে বড় হার দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল ক্রোয়েশিয়া। তাই দ্বিতীয় ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আলবেনিয়ার কাছ থেকে পূর্ণ তিন পয়েন্ট আশা করছিল ক্রোয়েটরা। তবে এই ম্যাচে আলবেনিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেলো ক্রোয়েশিয়া।
এই দিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আলবেনিয়া। পিছিয়ে পড়া ম্যাচে প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয় আর্ধে তিন মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে পাল্টা লিড পায় তারা। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে ফের গোল করে ম্যাচে সমতা ফেরায় আলবেনিয়া।
জার্মানির হামবার্গে অনুষ্ঠিত এই ম্যাচের ১১তম মিনিটে গোল করে আলবেনিয়াকে লিড এনে দেন কাজিম লাসি। গোল পোস্ট লক্ষ্য করে সতীর্থের লম্বা পাসে মাথা ছুঁয়িয়ে গোল করেন তিনি। ম্যাচে পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণের সামনে প্রথমার্ধে কোন সফলতা পায়নি দলটি।
বিরতি থেকে ফিরে গোলের সন্ধানে মরিয়া হয়ে থাকে ক্রোয়েশিয়া। সুযোগ বুঝে পাল্টা আক্রমণ চালায় আলবেনিয়াও। তবে তারা শক্তিশালী প্রতিপক্ষকে গোল করা থেকে বিরত রাখতে পারে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত। এরপর বদলি হিসেবে নামা কারাগারের গোলে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। এর দুই মিনিট বাদেই প্রতিপক্ষের আক্রমণ থেকে আত্মঘাতী গোল খেয়ে বসে আলবেনিয়া।
পিছিয়ে পড়া ম্যাচে গোল করে আলবেনিয়াকে সমতায় ফেরায় সেনানী জাসুলা। ম্যাচের ৯৫ মিনিটে বক্সের বাঁ পাশ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে যান তিনি। মাটি কামড়ানো দারুণ এক শটে জালে বল জড়ান জাসুলা। আর এতে ২-২ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুদল।
আরও পড়ুন: বিশ্বকাপে ক্যাচ ধরার পরিসংখ্যানে সেরা বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এফএএস