Connect with us
ক্রিকেট

সুপার এইটে বাংলাদেশ ম্যাচে যারা থাকছেন আম্পায়ার

বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ। টাইগারদের পাশাপাশি সেরা আট দল শেষ আটে লড়াই করছে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে। আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইট মিশন।

এরই মধ্যে ভক্ত সমর্থকদের মধ্যে প্রশ্ন জেগেছে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার হিসেবে থাকবেন কারা। মূলত গ্রুপ পর্বে একাধিক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত এমন প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিচালনা করা স্যাম নোগাস্কি থাকছেন কিনা সেটাও জানার আগ্রহ দর্শকদের।

আইসিসি ইতোমধ্যে সুপার এইটে দায়িত্ব পাওয়া বিভিন্ন দেশের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে আছে বাংলাদেশি আম্পায়ারও। সব মিলিয়ে বিভিন্ন দেশের মোট ১৬ জন আম্পায়ার সুপার এইটের ১২টি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িয়ে থাকবেন। তবে সেখানে থাকছেন না স্যাম নোগাস্কি।

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের দুজন। মাঠে রিচার্ড ইলিংওর্থের মতো অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গে থাকছেন মাইকেল গফ। অ্যান্টিগায় সেদিন টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা।

অজিদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার ৩৬ ঘন্টার মধ্যেই টাইগাররা মুখোমুখি হবে ভারতের। একই মাঠে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে শান্ত বাহিনী। সেদিন অনফিল্ডে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন আগের ম্যাচেরই ইংলিশ গফ। তার সঙ্গে মাঠে থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ল্যাংটন রুসেরে।

এই টিভি আম্পায়ার সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচে দায়িত্ব পালন করবেন মাঠের। রুসেরের সঙ্গে সেদিন আর্নোসে ভেল স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে অনফিল্ডে থাকবেন ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনায় যোগ দিবেন দক্ষিণ আফ্রিকান হোল্ডস্টক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতে রেফারি হিসেবে উপস্থিত থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। ভারতের বিপক্ষে ম্যাচে রেফারির ভূমিকা পালন করবেন ভারতেরই রঞ্জন মাধুগালে। এদিকে আফগানিস্তান ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়া ম্যাচের রিচার্ডসন।

আরও পড়ুন: সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করল জার্মানি

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট