Connect with us
ক্রিকেট

টানা দ্বিতীয় হার বাংলাদেশের, সিরিজ জিতল ইংল্যান্ড

বড় সংগ্রহের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই থমকে যায় বাংলাদেশ। তবে সাকিব-তামিম মিলে প্রতিরোধ্য গড়ে তুলেছিলেন ঠিকই, তাতে কেবল ব্যবধানই কমেছে। ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ফলে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। শুরুতে নেমে ৩২৬ রান তুলে ইংলিশরা। জবাবে ১৯৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

রান তাড়া করতে নেমে স্যাম কুরানের করা প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারে বল করতে এসে আরও একটি উইকেট তুলে নেন কুরান। শুরুতেই লিটন-শান্ত-মুশফিকদের হারিয়ে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ফলে হেরেছে বড় ব্যবধানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৯ বলে পাঁচটি চারের মারে ৫৮ রান তুলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন তামিম ইকবাল। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, আফিফ ২৩ ও তাসকিন আহমেদ করেন ২১ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে উইকেট হারায় ইংল্যান্ড। ৭ রান করেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে নামা ডেভিড মালান করেন ১১। আর ৫ রান করে আউট হন জেমস ভিন্স।

এরপর চতুর্থ উইকেটে জস বাটলারকে নিয়ে দুর্দান্ত ব্যাট করে যান রয়। এই জুটিতে আসে ১০৯ রান। অর্ধশতকের পর শতরানের ইনিংসও পূর্ণ করেন তিনি। আউট হয়েছেন ১৩২ রানে। ১২৪ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৮টি চার ও একটি ছয়ে সাজানো।

পরের উইকেটে মঈন আলীকে নিয়ে স্কোর বাড়াতে থাকেন দলনেতা জস বাটলার। তুলে নেন ব্যক্তিগত ফিফটি। আউট হন ৬৪ বলে ৭৬ রানে। পরে ৩৫ বলে ৪২ রান করে আউট হন মঈন আলী। এদিকে ১৯ বলে ৩৩ রানে স্যাম কারেন ও ৫ বলে ৬ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

(ক্রিফোস্পোর্টস/০৩মার্চ/এমএম)

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট