Connect with us
ফুটবল

কোপার আগেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা

Argentina national football team
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা। ছবি - সংগৃহীত

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে মহা ব্যস্ত সময় পার করছে দেশগুলো। কিছু দিন আগেই শুরু হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ, আর কাল থেকে পর্দা উঠবে কোপা আমেরিকা আসরের। এছাড়া ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচসহ প্রস্তুতি ম্যাচ খেলে ব্যস্ত সময় পার করছে ফিফা অধিভুক্ত দেশগুলো। এরই মাঝে এবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করলো ফিফা।

বর্তমানে বিশ্বের ১৮৭ টি দেশ ফিফাভুক্ত রয়েছে। অধিকাংশ দেশই খেলার ভেতরে থাকায় অনেকেরই র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে। তবে শীর্ষ তিন দেশ এখনো তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। পর্যায়ক্রমে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দেশ তিনটি হলো – আর্জেন্টিনা, ফ্রান্স ও বেলজিয়াম। এর অর্থ আগামীকাল থেকে কোপা আমেরিকার মিশনে নামতে যাওয়া মেসি বাহিনী বিশ্বের এক নম্বর দল হিসেবেই কাল মাঠে নামবে।

তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে। আর চার থেকে পাঁচে নেমে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোনালদোর পর্তুগাল অপরিবর্তিত ৬ নম্বর স্থানেই রয়েছে। ৭ ও ৮ এ আছে নেদারল্যান্ডস ও স্পেন। লুকা মদরিচের ক্রোয়েশিয়া এক ধাপ উন্নীত হয়ে নয়ে উঠে এসেছে। আর এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

আরও পড়ুন : কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচের সূচি

ইতালির মত অবনতির মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশও। ১৮৪ থেকে এক ধাপ পিছিয়ে ১৮এ তে নেমে গেছে জামাল ভূঁইয়ারা। মূলত বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ৮ ম্যাচে ৫ হার, ২ ড্র ও ১ হারের কারণে অবনতির মুখ দেখতে হয়েছে তাদের। সেরা ১০০ দলের তালিকাতেও বড় কিছু পরিবর্তন দেখা গেছে। এই যেমন সমান চার ধাপ করে উন্নতির মুখ দেখেছে ঘানা (৬৪), হন্ডুরাস(৭৮), হাইতি (৮৬)ও কুরাসাও (৮৭)। এছাড়া ছয় ধাপ এগিয়ে বেনিনের বর্তমান র‍্যাঙ্কিং ৯১ তম আর নয় ধাপ এগিয়ে নামিবিয়া রয়েছে ৯৭ তম স্থানে।

এছাড়া একশো’র বাইরে থাকা কিছু দেশও তালিকায় উন্নতি করেছে। মোজাম্বিক সাত ধাপ এগিয়ে ১০৩, মাদাগাস্কার ৫ ধাপ এগিয়ে ১০৪, কোরিয়া রিপাবলিক ৮ ধাপ এগিয়ে ১১০, নিকারাগুয়া ৫ ধাপ এগিয়ে ১৩০ ও জিব্রাল্টারও ৫ ধাপ এগিয়ে ১৯৮ তম স্থানে অবস্থান করছে।

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল