Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ৭ বোলারের হ্যাট্রিকের কীর্তি আছে

Pat Cummins
বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেছেন অজি পেসার প্যাট কামিন্স। ছবি - সংগৃহীত

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের পর থেকে এখন পর্যন্ত মোট ৭ জন বোলার হ্যাট্রিকের রেকর্ড গড়েছেন। এই তালিকায় সবশেষ সংযোজন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। আজ বাংলাদেশের বিপক্ষে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন অজি পেসার। বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাট্রিকও করেছিলেন আরেক অজি পেসার ব্রেট লি।

অর্থাৎ দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করলেন কামিন্স। আজ শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ইনিংসে টানা তিন বলে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়ের উইকেট তুলে নেন অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কামিন্স। এই ডান হাতি তারকা ইনিংসের ১৮ তম ওভারের শেষ দুই বলে ও ২০ তম ওভারের প্রথম বলে টাইগার ব্যাটারদের সাজ ঘরে ফিরিয়ে এই ইতিহাস গড়েন।

২০০৭ সালে প্রথম ২০ ওভারের বিশ্বকাপ আয়োজনেও প্রথম বারের মত হ্যাট্রিকের রেকর্ড গড়েছিলেন আরেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। সেবারও অজিদের প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশ। এরপর থেকে টানা বেশ কিছু বিশ্বকাপ আসরে আর হ্যাট্রিকের দেখা মেলেনি। ২০০৭ সালের পর আবার ২০২১ সালের বিশ্বকাপে হ্যাট্রিকের রেকর্ড হয়।

সেবারের আসরে ৩ টি হ্যাট্রিক দেখতে পায় ক্রিকেট বিশ্ব। ২০২১ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক পান আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। দ্বিতীয়টি করেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কানদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ওই আসরের শেষ ও তৃতীয় হ্যাট্রিকটি আসে ইংল্যান্ডের বিপক্ষে। এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার ডান হাতি পেসার কাগিসো রাবাদা।

তারপর ২০২২ বিশ্বকাপেও দু’টি হ্যাট্রিক হয় যার একটি করেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পানে শ্রীলঙ্কার বিপক্ষে। আরেকটি করেন আইরিশ বাঁ হাতি পেসার জস লিটল।

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট